হাসিমুখে পাপারাৎজিদের মিষ্টিমুখও করিয়েছেন বলিপাড়ার নয়া দম্পতি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল যে শিবানী কি অন্তঃসত্ত্বা। সেই কারণেই কি বিয়ের তারিখ তড়িঘড়ি এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছেন তারকা জুটি, যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি,বিয়ের বর প্রথমবার প্রকাশ্যে ধরা দিয়ে কি সেই জল্পনা শিলমোহর দিলেন ফারহান- শিবানী, উত্তরের অপেক্ষায় দর্শক (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) ।