প্রাক বিবাহ অনুষ্ঠানে দেখা মিলল বলিউড সেলিব্রিটি অমৃতা আরোরা, রিয়া চক্রবর্তী, অনুশা দান্ডেকরদের। বাড়ির ব্যালকনিতেই দেখা মিলল ফারহান আখতারের সৎ মা শাবানা আজমিকেও। হলুদ রঙের সালোয়ার কামিজে ধরা দিয়েছিলেন শাবানা আজমি (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) ।