সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন ফারহান আখতার। নবদম্পতিকে ঠোঁট ঠোঁট লাগিয়ে গাঢ় চুম্বন করতে দেখা গেছে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) । ক্যাপশনে ফারহান জানিয়েছেন,' কিছু দিন আগে এবং আমি আমাদের একসঙ্গে থাকাটা উদযাপন করেছি। যারা আমাদের গোপনীয়তার জন্য প্রয়োজনীয় সবকিছুকে সম্মান করেছে তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে কিছু মূল্যবান মুহূর্ত ভাগ করে নেওয়া এবং আপনাদের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। যখন আমরা একসঙ্গে সময়ের আকাশ জুড়ে আমাদের যাত্রা শুরু করি,আমাদের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালবাসা। ঝড়ের গতিতে মুম্বই ও শিবানীর বিয়ের ছবি ভাইরাল হয়েছে'।