নয়া সম্পর্কের পোস্টের আগে সুস্মিতা সেন গত বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। যেখানে সুস্মিতা লিখেছিলেন, কখনও কখনও যখন অন্ধকারে থাকো, তখন ভাবতে শুরু করো, যে কবরে শুয়ে রয়েছো। কী হয়, যদি সেখান থেকে গাছ হয়ে বেরোনো যায়। তবে কি ললিতের বার্তাই লুকিয়ে ছিল সুস্মিতার পোস্টে।