সম্পূর্ণ ছবির প্রমোশনেই আলিয়াকে দেখা গেল ক্রিম বা অফ হোয়াই রঙের শাড়িতে, বোল্ড লুক নয়, হালকা সাজে নিজেকে সকলের সামনে তুলে ধরে পরিণত আলিয়া ভাট, প্রতিটা ফ্রেমে তিনি নিজেকে যে আরো একধাপ এদিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেছে আপ্রাণ, আর তা ঠিক কতটা সার্থক বা সফল, তার উত্তর মিলবে আর কয়েকদিনের মধ্যেই।