অনন্যা পান্ডে বেশ সাবলীল, ট্রেলারে যেটুকু অংশে ধরা দিয়েছেন তিনি, সেইটুকুতেই তার সহজ সরল স্বাভাবিক অভিনয়ের দাপট নজরে আসে। গল্পের শুরু হয় দুই বোনের প্রেমের সম্পর্ক ঘিরে, কিন্তু দীপিকার জীবনে ছিল না তেমন সুখ শান্তি, অথচ, তার বোনকে দেখে বেজায় অস্বস্তিতে পরেন তিনি।