প্রথমদিকে ছবি যেমন 'মার্ডার', 'জহর', 'গ্যাংস্টার', 'জন্নত' প্রতিটি ছবিতেই ইমরানের চুম্বনের দৃশ্য ঝড় তুলেছিল পর্দায়। ইমরান হাশমির গা গরম করা লিপলকে আসমুদ্র হিমাচল কাঁপছে। বি-টাউনেযে কোনও ছবিতেই নিজের বেস্টটা উজার করে দিচ্ছেন বলি অভিনেতা ইমরান হাশমি (Happy Birthday Emraan Hashmi)।