শাহিদ কাপুরের (Happy Birthday Shahid Kapoor) সঙ্গে ব্রেক আপের পরই ২০০৮ সালে তশান ছবির সেটে সইফের সঙ্গে বন্ধুত্ব হয় করিনার। তারপরই সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। সম্পর্ক ভাঙার কিছুদিনের মধ্যেই সইফ আলি খানের সঙ্গে নাম জুড়েছিল করিনার।করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা। বয়সে সইফ আলি খানের চেয়ে ১০ বছরের ছোট করিনা। বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সইফ-করিনা। ২০১২ সালে দুজনে বিয়েও করেন সইফ-করিনা । করিনার বিয়ের ৩ বছর পরেই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর।