গোপনে চলত উদ্দাম 'সঙ্গম', করিনার সঙ্গে শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা কত কঠিন ছিল শাহিদের

জীবনের ৪০ টি বসন্ত পেরিয়ে ৪১-শে পা দিলেন বলি অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)। জীবনে এসেছে একাধিক প্রেম। কিন্তু সকলের চেয়ে সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন বয়সে বড় করিনার সঙ্গে থাকা রিলেশন। গোপন সঙ্গমে লিপ্ত হয়েও টিকল না সেই সম্পর্ক। আজও করিনা কাপুর, এবং শাহিদ কাপুরের প্রেম থেকে বিচ্ছেদ বি-টাউনের গসিপের শীর্ষে।  ২০০৪ সালে 'ফিদা' সিনেমাতেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। বহুলচর্চিত পুরোনো সম্পর্ক আজও সকলের মুখে মুখে। শাহিদ-করিনার সম্পর্ক অতীত হলেও আজও চর্চা বি-টাউনে।  কোনও না কোনও কারণে সর্বদাই লাইমলাইটে রয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান ও শাহিদ কাপুর।  বিচ্ছেদ হলেও কন্ট্রোভার্সিতে উঠে এসেছেন শাহিদ-করিনা। ৪১ তম জন্মদিনে রইল শাহিদের (Happy Birthday Shahid Kapoor) প্রেম ও বিচ্ছেদের অজানা কিছু কাহিনি।

Riya Das | Published : Feb 25, 2022 4:24 AM IST
111
গোপনে চলত উদ্দাম 'সঙ্গম', করিনার সঙ্গে শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা কত কঠিন ছিল শাহিদের

বলি অভিনেতা শাহিদ কাপুরের জন্য একটা সময় পাগল ছিলেন তরুণী। হাজারো তরুণীর ক্রাশ শাহিদ কাপুর সর্বদাই রয়েছেন শিরোনামে। জীবনের ৪০ টি বসন্ত পেরিয়ে ৪১-শে পা দিলেন বলি অভিনেতা শাহিদ কাপুর। জীবনে এসেছে একাধিক প্রেম (Happy Birthday Shahid Kapoor) । কিন্তু সকলের চেয়ে সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন বয়সে বড় করিনার সঙ্গে থাকা রিলেশন। 

211

করিনা কাপুর, এবং শাহিদ কাপুরের প্রেম থেকে বিচ্ছেদ বি-টাউনের গসিপের শীর্ষে। ২০০৪ সালে 'ফিদা' সিনেমাতেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। এই ছবির শুটিং করতে গিয়েই বন্ধুত্ব হয় শাহিদ-করিনার। তারপরেই বাড়তে থাকে ঘনিষ্ঠতা (Happy Birthday Shahid Kapoor)। সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে শাহিদকে ছেড়ে একমুহূর্তও থাকতে পারতেন না করিনা ।

311

রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  শাহিদের ব্যক্তিগত জীবনটাও রূপোলি পর্দার মতো (Happy Birthday Shahid Kapoor)। একাধিক সম্পর্কে জড়ালেও কোনওটাই পূর্ণতা পাই নি। এমনকী করিনা কাপুরের সঙ্গে গোপন সঙ্গমে লিপ্ত হয়েও টিকল না সেই সম্পর্ক। 

411

 প্রেম থেকে বিচ্ছেদ বি-টাউনের গসিপের শীর্ষে করিনা কাপুর, এবং শাহিদ কাপুর।  এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, 'জব উই মেট' সিনেমাটি তার জীবন পরিবর্তন  করে দিয়েছিল (Happy Birthday Shahid Kapoor) ।  

511

'জব উই মেট'   সিনেমাটি করার জন্য শাহিদ কাপুরই (Happy Birthday Shahid Kapoor) তাকে উৎসাহিত করেছিলেন।  আর সেই কারণেই তিনি সিনেমাটি করেছিলেন। যব ইউ মেট ছবিতে শাহিদ কাপুর ও করিনা কাপুরের চুম্বনের দৃশ্য আজও ভাইরাল নেটদুনিয়ায়।  তবে অফস্ক্রিনেও তাদের রোম্যান্স ধরা পড়েছে ক্যামেরায়।

611

একসময়কার বলিউডের সেরা ব়োম্যান্টিক জুটি হিসেবেই তাদের মানা হতো। শাহিদ  কাপুর ছিলেন নিরামিষাশি (Happy Birthday Shahid Kapoor)। আর কাপুর পরিবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল খানাপিনা। আমিষ ছেড়ে ভালবাসার মানুষের জন্য নিরামিষাশী হয়ে গিয়েছিলেন করিনা কাপুর। তারপরও সেই সম্পর্ক ভেঙে যায়।

711

'জব উই মেট' মুক্তি পাওয়ার পর থেকেই তারা একে অপরের থেকে পৃথক হয়ে গিয়েছিলেন (Happy Birthday Shahid Kapoor) । কিন্তু কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রকাশ্যে এসেছে সত্য। সূত্র থেকে জানা গেছে, করিনার মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুরের জন্যই তাদের বিচ্ছেদ হয়েছিল। কারণ শাহিদের সঙ্গে সম্পর্ক কোনওদিনই মেনে নিতে পারেননি করিশ্মা। এমনকী মা ববিতাও চাননি এই সম্পর্ককে।

811

 'জব উই মেট' ছবির শুটিং চলাকালীনও তাদের সম্পর্ক ঠিকঠাকই চলছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সম্পর্কে ফাটল দেখা যায়। এমনকী শুটিং সেটের মধ্যেই তাদের ফাটল সকলের নজরে পড়েছিল।বলিউডের বেশ কয়েকটি ছবিতেই তারা জুটি বেধেছিলেন। এবং তাদের জুটি দর্শকমন জয়ও করে নিয়েছিল (Happy Birthday Shahid Kapoor) ।

911

সূত্র থেকে আরও জানা যায়, বিবাহ সিনেমায় অমৃতা রাও-এর সঙ্গে শাহিদের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। তবে এর কোনও সত্যতা জানা যায়নি (Happy Birthday Shahid Kapoor) ।

1011

শাহিদ কাপুরের (Happy Birthday Shahid Kapoor) সঙ্গে ব্রেক আপের পরই ২০০৮ সালে তশান ছবির সেটে সইফের সঙ্গে বন্ধুত্ব হয় করিনার। তারপরই সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। সম্পর্ক ভাঙার কিছুদিনের মধ্যেই  সইফ আলি খানের সঙ্গে নাম জুড়েছিল করিনার।করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা। বয়সে সইফ আলি খানের চেয়ে ১০ বছরের ছোট করিনা। বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সইফ-করিনা। ২০১২ সালে দুজনে বিয়েও করেন  সইফ-করিনা । করিনার বিয়ের ৩ বছর পরেই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর।

1111

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত (Happy Birthday Shahid Kapoor)।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos