অমিতাভের হল লেজার সার্জারি, কেমন আছেন বিগ বি, হাসপাতাল থেকে ছুটি কবে

Published : Mar 01, 2021, 02:24 PM IST

রবিবারই মিলেছিল খবর, আবারও অসুস্থ অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন বিগ বি। তিনি ভালো নেই। এতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত মহলে। ঠিক কী হয়েছে বিগ বির। রাত পোহাতেই মিলল খবর। 

PREV
18
অমিতাভের হল লেজার সার্জারি, কেমন আছেন বিগ বি, হাসপাতাল থেকে ছুটি কবে

রবিবার খবর পাওয়ার পরই চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন ভক্তমহল। ঠিক কি হয়েছে বিগ বির। 

28

গত বছর করোনাতে আক্রান্ত হওয়ার পরই বেজায় চিন্তায় ভেঙে পড়ে ভক্তমহল। টানা এক মাস হাসপাতালে ছিলেন তিনি। 

38

ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল সেই খবর। রীতিমত পুজো শুরু করেছিল সকলেই। ২০২০-তে সর্বাধিক শেয়ার হওয়া টুইটও ছিল এটাই। 

48

তবে সকলের প্রার্থণায় ও বিগ বির মনের জোরে তিনি ফিরে আসেন আবারও লাইট ক্যামেরার সামনে। 

58

বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই সমস্যা মুখে পড়তে হয় অমিতাভকে। আবারও মেলে পোস্ট। 

68

তবে না, এবার কোনও গুরুতর সমস্যা নয়। চোখের ছানি অপারেশনের জন্যই বিগ বি-কে ভর্তি করা হয় হাসপাতালে। 

78

বর্তমানে ভালো আছেন তিনি। ২৪ ঘণ্টা হাসপাতালে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। 

88

পরিবার সূত্রে খবর স্বাস্থ্যের কোনও সমস্যা নেই। ছানি অপারেশন ভালো ভাবেই হয়েছে। 
 

click me!

Recommended Stories