এরপর 'গুড লাক জেরি'-তে দেখা যাবে তাঁকে,জাহ্নবী ছাড়াও দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ, এবং সুশান্ত সিং রয়েছেন এই ছবি তে। এটি আনন্দ এল. রাই প্রযোজিত এবং সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ২০১৮ সালের তামিল কমেডি-ক্রাইম চলচ্চিত্র 'কোলামাভু কোকিলা'-র একটি হিন্দি রূপান্তর।