অমিতাভ বচ্চনঃ সালটা ২০০৯। অমিতাভের মুক্তিপ্রাপ্ত 'পা' ছবিতে একজন ছোট বাচ্চার ভূমিকায় অভিনয় করেছিলেন বিগ বি। সেখানে অমিতাভে লুকটাও সম্পূর্ণ আলাদা ছিল। এত বড় একটি লোককে ১৩ বছরের বাচ্চার চেহারায় আনতে প্রস্থেটিক মেক আপ-এরই ব্যবহার করা হয়েছিল। প্রথম দেখাতে অমিতাভকে কেউ চিনতে পারেননি।