করিনা কাপুর, বলিউডের ফ্যাশানিস্তাদের মধ্যে তাঁর নাম শীর্ষে। তিনি কেবল ফ্যাশন গেমসকে বদলেছেন তাই নয়, মট্যরনিটি পোশাকেও এনেছেন রেভোলিউশন। করিনা ফ্যাসনের বিষয় যথেষ্ট তৎপর প্রথম থেকেই। নব্বইয়ের দশকে যেমন ফ্যাশন চলত, তখন তিনি তেমনই ফলো করতেন। এখন যে ধরণের ফ্যাশন এসেছে তাও তিনি অনুসরণ করেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছে হাজারও জেন ওয়াই এবং এক্সের মেয়েরা। তিনিই প্রথম বলিউড অভিনেত্রীর যিনি জিম লুক এবং এয়ারপোর্ট লুকের এক নয়া ওয়েভ এনেছেন। তবে গর্ভবতী থাকার সময় তাঁর ফ্যাশন ছিল টপ নচ।
লাল রঙের মিডি ড্রেসে আজও করিনা সকলের কাছে সৌন্দর্যের উদাহরণ দিয়ে চলেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।