মট্যরনিটি পোশাকে রকিং করিনা, সকল গর্ভবতী মহিলাদের জন্য রইল বিশেষ টিপস

Published : Jun 09, 2020, 09:26 PM IST

করিনা কাপুর, বলিউডের ফ্যাশানিস্তাদের মধ্যে তাঁর নাম শীর্ষে। তিনি কেবল ফ্যাশন গেমসকে বদলেছেন তাই নয়, মট্যরনিটি পোশাকেও এনেছেন রেভোলিউশন। করিনা ফ্যাসনের বিষয় যথেষ্ট তৎপর প্রথম থেকেই। নব্বইয়ের দশকে যেমন ফ্যাশন চলত, তখন তিনি তেমনই ফলো করতেন। এখন যে ধরণের ফ্যাশন এসেছে তাও তিনি অনুসরণ করেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছে হাজারও জেন ওয়াই এবং এক্সের মেয়েরা। তিনিই প্রথম বলিউড অভিনেত্রীর যিনি জিম লুক এবং এয়ারপোর্ট লুকের এক নয়া ওয়েভ এনেছেন। তবে গর্ভবতী থাকার সময় তাঁর ফ্যাশন ছিল টপ নচ।   

PREV
18
মট্যরনিটি পোশাকে রকিং করিনা, সকল গর্ভবতী মহিলাদের জন্য রইল বিশেষ টিপস

মনীষ মালহোত্রার অনুষ্ঠানে কালো রঙের গাউনে দেখা যায়। প্লাঞ্জড নেকের নেটের চেস্টলাইনে অসামান্য লাগছিল করিনাকে।

28

সাদা রঙের বড় কুর্তা পরেছিলেন প্রমোশনাল ইভেন্টে। তার সঙ্গে কেবল অক্সিডাইসের একটি হার পরেছিলেন করিনা।

38

বিজ্ঞাপন শ্যুটের গোলাপি রঙের অফ শোল্ডার ড্রেসে তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেন। 

48

সামান্য মেকআপেই তিনি মাত দিয়েছেন প্রতিটি মট্যরনিটি লুক। লাল রঙের গাউনে একটি অ্যাওয়ার্ড শোতেও দেখা যা তাঁকে।

58

কালো রঙের আরও একটি প্রিন্টেড সামার ড্রেসেও ক্যানডিড অবস্থায় পাপারাৎজীর ক্যামেরায় ধরা দিয়েছিলেন বেবো।

68

বোহো চিকের অবতারেও দেখা গিয়েছিল তাঁকে। প্রচারের অনুষ্ঠানে সাদা ট্যাঙ্ক টপ এবং শ্রাগ পরেছিলেন তিনি। 

78

স্ট্রাইপড পেনসিল ড্রেসে নো মেক আপ লুকে নেটিজেনদের চোখ কপালে তুলেছিলেন করিনা। 

88

লাল রঙের মিডি ড্রেসে আজও করিনা সকলের কাছে সৌন্দর্যের উদাহরণ দিয়ে চলেছেন।  

click me!

Recommended Stories