সালটা ছিল ২০১৪ । সেই বছর কফি উইথ করনে এসেছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন পরিনীতি চোপড়াও। সেই সময় প্রকাশ্যে আলিয়া বলেছিলেন, রনবীর তাঁর ক্রাশ আর তাঁকে বিয়ে করতে চান তিনি। সবচেয়ে মজার বিষয় সই সময় ক্যাট সুন্দরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বলিউডের ব্যাড বয়। এই শো-য়ের রপিড ফায়ার রাউন্ডে আলিয়া সোজাসাপটা বলেছিলেন, রনবীরের সঙ্গে রোম্যান্টিক ডেটে যাওয়ার বাসনা রয়েছে তাঁর।