Nick-Priyanka : ঘনিষ্ঠ চুম্বনের পর নিকের কোলে শুয়ে রোম্যান্স প্রিয়ঙ্কার, রইল নিউ ইয়ার পার্টির ঝলক

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। করোনা আতঙ্কের মধ্যে ২০২২ -কে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে সকলেই। অনেক নতুন আশা নিয়ে শুরু হয় নতুন একটা বছর, আর নতুন বছর মানেই একটা শুভ সূচনা। ২০২১ পেরিয়ে এবার ২০২২-র শুরু। ভাল-মন্দ মিশিয়ে পার হয়ে গেল গোটা একটা বছর । ইতিমধ্যেই বলিউডের একঝাক তারকা নিউইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন পছন্দের ডেস্টিনেশনে। তেমনই স্বামী নিক জোনাসের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন জমিয়ে উপভোগ করেছেন বলি অভিনেত্রী  প্রিয়ঙ্কা চোপড়া। হলিউডের পপ তারকা নিক জোনাস এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। ফের নিউ ইয়ারে জমকালো উদযাপনের ছবি দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন নিক ও প্রিয়ঙ্কা জুটি।

Riya Das | Published : Jan 3, 2022 12:41 PM
110
Nick-Priyanka : ঘনিষ্ঠ চুম্বনের পর নিকের কোলে শুয়ে রোম্যান্স প্রিয়ঙ্কার, রইল নিউ ইয়ার পার্টির ঝলক


২০২১-কে বিদায় ২০২২ -কে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে সকলেই। করোনাকালে উৎসবে রং ফিকে হলেও নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বলিউডের  তারকারা  রয়েছেন সেলিব্রেশন মুডে। প্রিয়ঙ্কা চোপড়াও (Priyanka Chopra) রয়েছেন সেই তালিকায়।
 

210


স্বামী নিককে (Nick Jonas) নিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া  (Priyanka Chopra)  । সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। যা ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।

310

কীভাবে নতুন বছর উদযাপন করলেন প্রিয়ঙ্কা চোপড়া   (Priyanka Chopra) ছবি শেয়ার করেছেন পিগি চপস । ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে ইয়টের মধ্যে স্বামী নিকের কোলের মধ্যে শরীর এলিয়ে দিয়ে ছবিতে পোজ দিয়েছেন প্রিয়ঙ্কা। মেরুন রঙের সরু ফিতের ম্যাক্সি গাউন পরেছেন প্রিয়ঙ্কাকে। শর্টস এবং ফ্লাওয়ার প্রিন্টেড শার্ট পরে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন নিক জোনাস  (Nick Jonas)  ।

410

২০২২-এর শুরুতেই রোম্যান্টিক ছবিতে ভক্তদের মন কেড়েছেন নিক ও জোনাস। তারপরের ছবিতে কমলা রঙের  বিকিনি পরে শুয়ে রয়েছেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । বছরের শুরুতে মাঝসমুদ্রে ইয়টে শুয়ে সানবাথ নিচ্ছেন প্রিয়ঙ্কা। হট অবতারে লাস্যময়ীর ছবি নিমেষে ভাইরাল হয়েছে।

510


নিকের  (Nick Jonas)  সঙ্গে বেশ হুল্লোড় করেই বর্ষবরণ উদযাপন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। হ্যাপি নিউ ইয়ার লেখা চশমা পরেও ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছেন বলিউডের গ্লোবাল আইকন।  তবে নিকের সঙ্গে একান্তে নয় বরং বন্ধুদের সঙ্গে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া  (Priyanka Chopra)।

610


নিকের (Nick Jonas)  সঙ্গে খাবার খেতে খেতেও ছবিতে ক্লিক করেছেন দেশি গার্ল (Priyanka Chopra) । সাদা মোটা ফ্রেমের সানগ্লাস বেশ নজর কেড়েছে নেটিজেনদের।  স্বামী নিকের শরীরে শরীর মিলেমিশে একাকার, প্রিয়ঙ্কার নিউ ইয়ার ট্রিপ যেন এককথায় স্বর্গ।

710

কোথায় উড়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা, ছবি দেখা মাত্রই তা জানার কৌতুহল বাডৃলেও জায়গার নামের বদলে 'Heaven' লিখেছেন প্রিয়ঙ্কা। একের পর এক কাপল গোল দিয়েই চলেছেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া।

810

নিউ ইয়ার সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা (Priyanka Chopra) ক্যাপশনে লিখেছেন, 'ফোটো ডাম্প, পরিবার এবং বন্ধুদের জন্য কৃতজ্ঞ। এইভাবেই জীবনকে উদযাপন করতে  হয়। হ্যাশটাগ ২০২২, হ্যাশট্যাগ হ্যাপি নিউ ইয়ার'। প্রতিটি ছবিই  ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

910


নিউ ইয়ার সেলিব্রেশনে এর আগেও নিকের (Nick Jonas)  সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । যেখানে নিক ও প্রিয়ঙ্কাকে ঘনিষ্ঠ চুম্বন করতে দেখা গিয়েছিল।

1010

একে অপরকে চুমু দিয়েই নববর্ষকে স্বাগত জানিয়েছেন  (Nick Jonas)  নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অন্তরঙ্গ ছবির ক্যাপশনে প্রিয়ঙ্কা লিখেছিলেন, 'আমার চিরকালের নববর্ষের চুম্বন'।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos