বিয়ের দু'মাসের মধ্যে মা হতে চলেছেন নেহা কক্কর, Baby Bump নিয়ে উন্মাদনা তুঙ্গে

Published : Dec 18, 2020, 11:36 AM ISTUpdated : Dec 18, 2020, 01:24 PM IST

চট মঙ্গনি, পট বিহা, কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বলিউড গায়িকা নেহা কক্করের ক্ষেত্রে। গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার অ্যালবাম ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। নেহা ও রোহন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বিয়ের ছবির পাশাপাশি হানিমুনের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। যা দেখে সকলের একটাই কথা। একমাত্র স্বপ্নেই এমন হানিমুনে যাওয়া সম্ভব। কেক, চকোলেট, কার্ড ফুল, বেলুন দিয়েই দুবাইয়ের অ্যাটলান্টিস পাম হোটেল এক বিশেষ হানিমুন স্যুইট সাজিয়েছিল নিউলি ওয়েড কাপলের জন্য। 

PREV
18
বিয়ের দু'মাসের মধ্যে মা হতে চলেছেন নেহা কক্কর, Baby Bump নিয়ে উন্মাদনা তুঙ্গে

রাজকীয় হানিমুনের ছবি ভিডিও প্রকাশ্যে আশার পরই নেটিজেনের চোখ উঠেছিল কপালে। এমনও গ্র্যান্ড হানিমুন হতে পারে, এই ভাবনাই ছিল তাদের। 

28

হানিমুনের রেশ কাটতে না কাটতেই এ কী খবর ছড়াল নেহা ও রোহনকে নিয়ে। মা হতে চলেছেন নেহা। 

 

38

অন্তঃসত্ত্বা নেহার পাশে দাঁড়িয়ে রোহন। বেবি বাম্প একেবারে স্পষ্ট। সেই বাম্পেই স্বাভাবিকভাবে নজর গিয়েছে সকলের। 

48

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অক্টোবর মাসে। ডেনিমের ডাঙ্গারিতে দেখা গিয়েছে তাঁকে। ঢলা জামা পরেও বেবি বাম্প বেরিয়ে আসছে ডাঙ্গারি থেকে। 

58

বেবি বাম্পের উপর আলতো করে হাত রেখে রোহনের সঙ্গে লাভি ডাভি পোজ দিয়েছেন নেহা কক্কর। 

68

নিজেদের তরফ থেকে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেননি নেহা এবং রোহনপ্রীত। তবে নেহার এই পোস্ট ভরছে শুভেচ্ছাবার্তায়। 

78

রাজকীয় বিয়ের পর এবার অন্য যাত্রায় হাঁটতে শুরু করেছেন নেহা এবং রোহন। প্রথমবার মা-বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন হতে চলেছে সেলেব দম্পতির। 

88

সেই নিয়েই উন্মদনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। অতি শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। এবার কেবল নেহার অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষায় নেটবাসী।

click me!

Recommended Stories