চট মঙ্গনি, পট বিহা, কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বলিউড গায়িকা নেহা কক্করের ক্ষেত্রে। গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার অ্যালবাম ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। নেহা ও রোহন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বিয়ের ছবির পাশাপাশি হানিমুনের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। যা দেখে সকলের একটাই কথা। একমাত্র স্বপ্নেই এমন হানিমুনে যাওয়া সম্ভব। কেক, চকোলেট, কার্ড ফুল, বেলুন দিয়েই দুবাইয়ের অ্যাটলান্টিস পাম হোটেল এক বিশেষ হানিমুন স্যুইট সাজিয়েছিল নিউলি ওয়েড কাপলের জন্য।