কোটি টাকার হিরের গয়না থেকে গুচির ড্রেস, ঠকবাজ সুকেশের থেকে আর কী কী নিয়েছিলেন জ্যাকলিন ফাঁস করল ইডি

জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। ফের ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। এবার  প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়লেন বলি নায়িকা । জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই কোটি কোটি টাকা মূল্যের উপহার দিতেন সুকেশ, কী কী উপহার নিয়েছিলেন প্রতারক সুকেশের থেকে? এবার ইডি-কাছে ফাঁস করলেন জ্যাকলিন। 

Riya Das | Published : May 2, 2022 9:34 AM IST
112
কোটি টাকার হিরের গয়না থেকে গুচির ড্রেস, ঠকবাজ সুকেশের থেকে আর কী কী নিয়েছিলেন জ্যাকলিন ফাঁস করল ইডি

বলিউডে বিতর্ক নতুন কোনও বিষয় নয়। তবে গত এক মাস ধরে সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা । 
 

212


একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।  সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ স্পষ্ট। এবার জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ইডি। 

312

সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই কোটি কোটি টাকা মূল্যের উপহার দিতেন সুকেশ, কী কী উপহার নিয়েছিলেন প্রতারক সুকেশের থেকে? এবার ইডি-কাছে ফাঁস করলেন জ্যাকলিন। 

412

মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে ৭.১২ কোটি টাকা এফডি করা। ইডি অনুমান করছে প্রতারণার ৫.৭১ কোটি টাকা জ্যাকলিনকে দিয়েছিল সুকেশ। আরও জানা গেছে, জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার ও ২৭ হাজার অষ্ট্রিলিয়ান ডলার দিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখর। 

512

এর আগে জ্যাকলিনকে একাধিকবার জেরা করেছে জ্যাকলিনকে।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর । সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে  । সম্প্রতি ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর ।

612


সূত্র থেক জানা গেছে, জ্যাকলিন ইডি-কে জানিয়েছেন, কাকার মৃত্যুতে সুকেশের খুবই মন খারাপ ছিল তার শ্রাদ্ধের জন্য চেন্নাই আসতে বলেছিল সুকেশ। এবং ও আমার জন্য একটা প্রাইভেট জেট পাঠায় যাতে আমি মুম্বই থেকে চেন্নাই আসতে পারি। 

712

জ্যাকলিন আরও জানান সুকেশ আমাকে এয়ারপোর্টে নিতে আসেনি। ওর লোকেরা আমাকে হায়াতে নিতে আসে। তারপর দুপুরবেলায় ও আসে এবং আমরা একসঙ্গে লাঞ্চ করি। এরপর আমরা স্যুইটের লিভিং রুমে বসে গল্প করি। পরদিন সকালে আসে এবং ব্রেকফাস্ট অর্ডার করে। তারপর আমাকে এয়ারপোর্টে ছেড়ে দেয় এভং প্রাইভেট জেটে করেই আমি মুম্বইতে আসি।
 

812


জ্যাকলিন ইডি-র জেরায় আরও জানান, কয়েক সপ্তাহ পরেই তাদের দ্বিতীয়বার দেখা হয়। প্রাইভেট জেটে করেই চেন্নাইতে আসেন তিনি নিজের এক বন্ধুকে নিয়ে। এছাড়াও দু-বার কেরালা গিয়েছিলেন তিনি সুকেশের সঙ্গেই।

912

জেরায় জ্যাকলিন স্বীকার করেন এই সাক্ষাৎকারগুলি কাজের সূত্রে ছিল না, একান্তই ব্যক্তিগত ছিল।  এই প্রাইভেট জেট গুলি কার ছিল? ইডি-র জবাবে জ্যাকলিন বলেন এগুলি সুকেশের  ছিল বলেই জানিয়েছিল আমাকে। এখানেই শেষ নয়, সুকেশের দেওয়া তিনটি ডিজাইনার ব্যাগ, গুচির জুতো ও ড্রেস, হিরের কানের দুল সব কিছুই উপহার দিয়েছিলেন সুকেশ।  

1012


অন্যদিকে ইডি-র জেরায় সুকেশ জানিয়েছে, তিনি জ্যাকলিনকে ৭ কোটির গয়না দিয়েছেন । এছাড়াও বিএমডব্লুউ এক্সফাইভ দিয়েছেন । এখানেই শেষ নয়, জ্যাকলিনের মা-কে একটি পোরশে এবং বাবাকেও একটি গাড়ি উপহার দিয়েছেন। এছাড়াও জ্যাকলিনের বোনকেও ১.১৩ কোটি টাকা ধার দিয়েছিলেন ।

1112

 ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে।  সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ। তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছে সুকেশ।  

1212


উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু। দাখিল করা চার্জশিটে ইডি-জানিয়েছে,সুকেশ তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos