জেরায় জ্যাকলিন স্বীকার করেন এই সাক্ষাৎকারগুলি কাজের সূত্রে ছিল না, একান্তই ব্যক্তিগত ছিল। এই প্রাইভেট জেট গুলি কার ছিল? ইডি-র জবাবে জ্যাকলিন বলেন এগুলি সুকেশের ছিল বলেই জানিয়েছিল আমাকে। এখানেই শেষ নয়, সুকেশের দেওয়া তিনটি ডিজাইনার ব্যাগ, গুচির জুতো ও ড্রেস, হিরের কানের দুল সব কিছুই উপহার দিয়েছিলেন সুকেশ।