Viral Janhvi Kapoor: মুখে ফেস মাস্ক, সানবার্থে হটকুইন জাহ্নবী, শরীরী ভাঁজে নেটপাড়ায় আগুন

শুধু মাত্র গোপনাঙ্গই ঢাকা, সাহসী পোশাকে একাধিকবার সকলের সামনে ধরা দিয়েছেন জাহ্নবী কাপুর, ঝড়ের বেগে ভাইরাল হওয়া তাঁর এক একটি পোস্টের ভিড় এবার নতুন সংযোজন, ঝড়ের গতীতে ভাইরাল এই হটডিভা। লাস্যময়ী রূপে ঘুম উড়ল ভক্তদের, স্কিন কেয়ারে বোল্ড লুকে ধরা দিলেন তিনি। 

Jayita Chandra | Published : Jan 17, 2022 2:30 PM
19
Viral Janhvi Kapoor: মুখে ফেস মাস্ক, সানবার্থে হটকুইন জাহ্নবী, শরীরী ভাঁজে নেটপাড়ায় আগুন

জাহ্নবী (Janhvi Kapoor), বরাবরই তিনি নিজের ফ্যাশন ও স্টাইল নিয়ে বিশেষ যত্নশীল, তিনি যেই পোশাকই পড়ুন না কেন, মহূর্তে তা ট্রেন্ড সেট করতে পারদর্শী। এবার জ্নবীর তেমনই কিছু ছবি এলো প্রকাশ্যে, যা এক কথায় বলতে গেলে ঝড় তুলল নেট পাড়ায়। এ কোন অবতারে ধরা দিলেন শ্রীকন্যা (Sridevi Daughter)! 

29

মুখে ফেস মাস্ক, কখনও আবার হাতে বিউটি ক্রিম, জাহ্নবীর গ্ল্যামার যেন উপচে পড়ছে। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) বরাবরই তার নিত্য নতুন স্টাইল স্টেটমেন্ট এর সকলের নজর কেড়েছেন।  তিনি বরাবরই নজরকাড়া। সে মলদ্বীপে হোক বা দুবাই, ফ্যাশন ট্রেন্ডে সবসময় শীর্ষে থাকেন জাহ্নবী। 

39

গত কয়েকদিন ধরেই তার সোশ্যাল মিডিয়ার পাতায় ভরে উঠছে আরব সফরের একের পর এক ছবি। আর প্রতিটা ফ্রেমে যেন ভাইরাল হয়ে উঠছেন শ্রীদেবী-কন্যা। কয়েকদিন আগেই দুবাই থেকে ফিরেছেন তিনি। সেখানে একাধিক পোজে হয়ে উঠেছিলেন ভাইরাল। 

49

একের পর এক পোজ দিলেন তিনি (janhvi Kapoor) সাহসী লুকে। মুহূর্তে এই ছবি নেট পাড়ায় তুলল ঝড়। ফ্ললেস বিউটিতে ভাইরাল শ্রীকন্যা আবারও স্পটলাইটে।  কোন পোশাক পরে দেখা যাবে তারকাদের, কোন পোশাকে কেমন লুকে তাঁদের ফ্রেমবন্দি করবেন পাপরাজিরা তা নিয়ে বেশ মাথা ব্যাথা থাকে অনেক তারকারই।

59

বেশি খোলা পোশাক পরা যাবে না, একই পোশাক দুবার পরা যাবে না, আর এর নচেত হলেই নেটিজেনদের  (Netizens)  তোপের শিকার হতে হয় তারকাদের (Bollywood Star)।  সেই তালিকাতে নাম লেখিয়েছেন জাহ্নবী কাপুর (janhvi Kapoor)।

69

জাহ্নবী কাপুর (janhvi Kapoor) , এক কথায় বলতে গেলে বলিউডের হট কুইন। একের পর এক ছবি শেয়ার করে তাক লাগাচ্ছেন তিনি। বলিউডে পা রাখার পর জাহ্নবী যে লুকে ধরা দিয়েছিলেন, দিনে দিনে যেন তা উধাও। ক্রমেই হট লুকে পার্ফেক্ট ফিগার নিজে সকলকে তাক লাগাচ্ছেন জাহ্নবী কাপুর (janhvi Kapoor)।

79

বিকিনি শ্যুটে তিনি প্রতিটা মুহূর্তে তুলছেন ঝড়। বক্ষের খাঁজে হচ্ছেন ভাইরাল (Viral Photos)।এরপর বেলিডান্সের যাদু তো রয়েইছে। জাহ্নবী কাপুর(janhvi Kapoor), এক কথায় বলতে গেলে তাঁর স্টানিং লুক নিয়ে খবরের শিরোনামে। সম্প্রতি মলদ্বীপ সফর থেকে তেমনই এক ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। 

89

কোথাও গিয়ে যেন দিন দিন নিজেকে আরও সুন্দর করে তোলার সঙ্কল্পে ব্রত জাহ্নবী, তা বারে বারে প্রমাণিত। কেরিয়ারের শুরুতেই ঝড় তোলা পারফর্ম, সিনে দুনিয়ায় দিন দিন নিজের জায়গাতে পাকা করে নিচ্ছেন জাাহ্নবী কাপুর, তাঁর লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, এক কথায় বলতে গেলে জাহ্নবী কাপুর মানেই এখন হট কুইন।

99

বেশি খোলা পোশাক পরা যাবে না, একই পোশাক দুবার পরা যাবে না, আর এর নচেত হলেই নেটিজেনদের (Netizens)  তোপের শিকার হতে হয় তারকাদের (Bollywood Star)। এবার সেই তালিকা  থেকে নাম সরিয়ে সকলের নজর কাড়লেন  সুন্দর লুকে জাহ্নবী কাপুর (janhvi Kapoor)। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos