এবার ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে দেখা গেল জাহ্নবীকে। অনাবৃত উরু দেখিয়ে বিকিনি টপে ঝড় তুলেছেন শ্রী-কন্যা।
39
ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন করোনাকালে শুটিং হল কীভাবে। তার স্পষ্ট উত্তরে জাহ্নবী বুঝিয়েই দিয়েছেন লকডাউন শুরু হওয়ার আগেই এই শুটিং হয়েছে।
49
অভিনেত্রী জানিয়েছেন, ম্যাগাজিনের কভার শুট অনেকদিন আগেই সেরে নিয়েছেন জাহ্নবী। তখন সকলেই কোভিড স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছেন।
59
একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ।
69
কখনও বিকিনি লুকে আবার কখনও বুকচেরা মনোকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিচ্ছেন জাহ্নবী। বিকিনি ছাড়া যেন কোনও পোশাকই গায়ে উঠছে না জাহ্নবীর।