কোথাও গিয়ে যেন দিন দিন নিজেকে আরও সুন্দর করে তোলার সঙ্কল্পে ব্রত জাহ্নবী, তা বারে বারে প্রমাণিত। এবার শাড়িতে নজর কেড়ে ভাইরাল তিনি, কেরিয়ারের শুরুতেই ঝড় তোলা পারফর্ম, সিনে দুনিয়ায় দিন দিন নিজের জায়গাতে পাকা করে নিচ্ছেন জাাহ্নবী কাপুর, তাঁর লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, এক কথায় বলতে গেলে জাহ্নবী কাপুর মানেই এখন হট কুইন।