Published : Jan 16, 2021, 04:18 PM ISTUpdated : Jan 16, 2021, 04:57 PM IST
শ্রী কন্যা জাহ্নবী কাপুর। এক কথায় বলতে গেলে যাঁকে দেখা মাত্রই মনে হয় শান্ত চরিত্রের বাধ্য মেয়ে। তবে সেই মেয়ে কি কোনও দিন অবাধ্য হয়নি, বা এমন কোনও কাজ করেনি যা লুকিয়ে যেতে হয় বাড়িতে, করিনার এমনই প্রশ্নের মুখে পড়ে রহস্য ফাঁস করলেন জাহ্নবী।