বাবাকে রীতিমত মিথ্যে বলে বাড়ি থেকে পালিয়েছিলেন জাহ্নবী, করিনার সাামনে রহস্য ফাঁস

Published : Jan 16, 2021, 04:18 PM ISTUpdated : Jan 16, 2021, 04:57 PM IST

শ্রী কন্যা জাহ্নবী কাপুর। এক কথায় বলতে গেলে যাঁকে দেখা মাত্রই মনে হয় শান্ত চরিত্রের বাধ্য মেয়ে। তবে সেই মেয়ে কি কোনও দিন অবাধ্য হয়নি, বা এমন কোনও কাজ করেনি যা লুকিয়ে যেতে হয় বাড়িতে, করিনার এমনই প্রশ্নের মুখে পড়ে রহস্য ফাঁস করলেন জাহ্নবী। 

PREV
18
বাবাকে রীতিমত মিথ্যে বলে বাড়ি থেকে পালিয়েছিলেন জাহ্নবী, করিনার সাামনে রহস্য ফাঁস

শ্রীদেবী কন্যা বলে কথা। তাঁর পার্ফেক্ট লাইফস্টাইলে কোনও দিন যেন কোনও ফাঁক না থাকে। এমনটাই ছকে বাঁধা ছিল জাহ্নবীর লাইফ। 

28

শ্রীদেবী কন্যা বলে কথা। তাঁর পার্ফেক্ট লাইফস্টাইলে কোনও দিন যেন কোনও ফাঁক না থাকে। এমনটাই ছকে বাঁধা ছিল জাহ্নবীর লাইফ। 

38

পরিবারের থেকে লুকিয়ে কিছু না কিছু করার ইতিহাস থেকেই যায়। জাহ্নবীর জীবনেও কী এমন কিছু রয়েছে!

48

হোয়াট উইম্যান ওয়ান্ট-এ এসে এমনই প্রশ্নের মুখে পড়তে হল  জাহ্নবীকে। শ্রী কন্যা কি পরিবারে কখনও মিথ্যে বলেছেন। 

58

না, মা বাবাকে লুকিয়ে আমি কখনও কিছু করিনি, এই কথা বলতে পারলেন না জাহ্নবী। সাফ জানালেন করিনাকে, বাবাকে না বলে বাড়ি থেকে পালিয়েছিলেন তিনি। 

68

লস অ্যাঞ্জেলাস থেকে ভেগাস। সিনেমা দেখতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন জাহ্নবী। 

78

এর কিছুক্ষণের মধ্যেই তিনি তিনি বিমান ধরে পাড়ি দিয়েছিলেন নতুন শহর দেখতে। সেখানে থেকে ঘুরে আবার পরের বিমান ধরে ফিরে এসেছিলেন বাড়িতে। 

88

এই শো-তে আসার আগেই এই কথা বাবাকে জানিয়েছিলেন জাহ্নবী। তার আগে পর্যন্ত তাঁর বাবা জানতেন না জাহ্নবীর এই গোপন কথা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories