Published : Mar 07, 2021, 09:08 AM ISTUpdated : Mar 07, 2021, 02:55 PM IST
জাহ্নবী কাপুরের জীবনের ৯০ শতাংশ জড়িয়ে রয়েছেন তাঁর মা শ্রীদেবী। বরাবরই তা খলসা করে থাকেন অভিনেত্রী। মায়ের বলে যাওয়া বা শেখানো এক একটি কথা ভোলার নয়। শ্রীদেবীর কোন দুই কথাকে পাথেয় করে চলছে এখন এই সেলেব স্টার।
সম্প্রতি রুহি ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। একের পর এক বৈঠকের কেন্দ্রে এখন তিনি।
28
সেই রুহি ছবির প্রচারে এসেই মায়ের কথা খোলসা করলেন জাহ্নবী। জানালেন, প্রতিটা পদে পদে কীভাবে তিনি মাকে মিস করছেন।
38
জীবনের এই বিশেষ দিনগুলোতে মা নেই সঙ্গে। শ্রীদেবীর এই অকালে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি আজও।
48
একই ভাবে আজও মাকে হাঁতরে বেরাচ্ছেন জাহ্নবী। শুধু মনের মধ্যে আস্টে পিস্টে রেখে দিয়েছে মায়ের বলে যাওয়া দুই কথা।
58
এক কোনওদিন কোনও মানুষকে ছোট করা নয়। সকলকে দিতে হবে সন্মান, সকলকে ভালোবাসতে হবে।
68
একইভাবে তিনি আরও বলেন, মা বলে গিয়েছিলেন আরও এক সত্য, যা বলিউডে কেরিয়ার করতে সাহায্য করে জাহ্নবীকে।
78
তা হল, কাজের জায়গাতে সব সময় মাথা নিচু করে থাকা। তাতে অনেক বেশয়ি কাজ শেখা যায়।
88
জাহ্নবীর কথায়, শ্রীদেবী নিজেও মন থেকে ছিলেন ঠিক এমনটাই। নিজেও তিতি কাজের জায়গাতে অহংকারকে স্থান পেতে দেননি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।