শ্রীদেবী এই দুই উপদেশ নিয়ে গিয়েছিলেন জাহ্নবীকে, যা মৃত্যুর আগে পর্যন্ত মনে রাখবেন শ্রীকন্যা

জাহ্নবী কাপুরের জীবনের ৯০ শতাংশ জড়িয়ে রয়েছেন তাঁর মা শ্রীদেবী। বরাবরই তা খলসা করে থাকেন অভিনেত্রী। মায়ের বলে যাওয়া বা শেখানো এক একটি কথা ভোলার নয়। শ্রীদেবীর কোন দুই কথাকে পাথেয় করে চলছে এখন এই সেলেব স্টার। 

Jayita Chandra | Published : Mar 7, 2021 9:08 AM / Updated: Mar 07 2021, 02:55 PM IST
18
শ্রীদেবী এই দুই উপদেশ নিয়ে গিয়েছিলেন জাহ্নবীকে, যা মৃত্যুর আগে পর্যন্ত মনে রাখবেন শ্রীকন্যা

সম্প্রতি রুহি ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। একের পর এক বৈঠকের কেন্দ্রে এখন তিনি। 

28

সেই রুহি ছবির প্রচারে এসেই মায়ের কথা খোলসা করলেন জাহ্নবী। জানালেন, প্রতিটা পদে পদে কীভাবে তিনি মাকে মিস করছেন। 

38

জীবনের এই বিশেষ দিনগুলোতে মা নেই সঙ্গে। শ্রীদেবীর এই অকালে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি আজও।

48

একই ভাবে আজও মাকে হাঁতরে বেরাচ্ছেন জাহ্নবী। শুধু মনের মধ্যে আস্টে পিস্টে রেখে দিয়েছে মায়ের বলে যাওয়া দুই কথা।

58

এক কোনওদিন কোনও মানুষকে ছোট করা নয়। সকলকে দিতে হবে সন্মান, সকলকে ভালোবাসতে হবে। 

68

একইভাবে তিনি আরও বলেন, মা বলে গিয়েছিলেন আরও এক সত্য, যা বলিউডে কেরিয়ার করতে সাহায্য করে জাহ্নবীকে। 

78

তা হল, কাজের জায়গাতে সব সময় মাথা নিচু করে থাকা। তাতে অনেক বেশয়ি কাজ শেখা যায়। 

88

জাহ্নবীর কথায়, শ্রীদেবী নিজেও মন থেকে ছিলেন ঠিক এমনটাই। নিজেও তিতি কাজের জায়গাতে অহংকারকে স্থান পেতে দেননি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos