১৫ বছরের সঙ্গী পলকে হারিয়েছিলেন জুহি, খুঁজে দেওয়ার পুরষ্কারও ঘোষণা করে অভিনেত্রী

Published : Jan 12, 2021, 09:53 AM IST

বলিউড স্টার জুহি চাওয়ার জীবনে এ যেন এক অন্য সকাল ছিল। বিটাউনে সব তারকাদের মধ্যেই কম বেশি ব্যস্ততা থাকে তুঙ্গে। সেই তালিকা থেকে বাদ পড়েন না জুহি চাওলাও। তাই মাঝে মধ্যেই তিনি ফ্রেমবন্দী হয়ে থাকেন বিমানবন্দরে। 

PREV
17
১৫ বছরের সঙ্গী পলকে হারিয়েছিলেন জুহি, খুঁজে দেওয়ার পুরষ্কারও ঘোষণা করে অভিনেত্রী

বিমানবন্দরে গিয়ে হাজির জুহি চাওলা। একের পর এক নিয়ম মেনে কাজ করে চলেছেন। 

27

চেকিং থেকে শুরু করে বোর্ডিং সবই হচ্ছিল, কিছুক্ষণপরই তিনি লক্ষ্য করেন সঙ্গে থাকা প্রিয় জিনিসটা গিয়েছে খোয়া। 

37

নিজের হাতের হিরের আংটি। চোখে পড়তেই মুহূর্তে তৎপর হন তিনি। কিন্তু তা খুঁজে পাননি। 

47

এরপরই তিনি নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার সাহায্য। সবটা জানিয়ে তিনি লেখেন, তাঁর আংটিটা খুঁজে পেলে ফিরিয়ে দেওয়ার কথা। 

 

57

অনুরোধ জানান, দীর্ঘ ১৫ বছরের সঙ্গী এই আংটিটা। রয়েছে এটার একটি সেটও। তা প্রায় প্রতিদিনই পরতেন জুহি।

67

যদি কেউ এই আংটি খুঁজে পান, তবে যেন পুলিশের সঙ্গে যোগাাযোগ করেন সত্ত্বর। তবে তিনি তাঁকে পুরষ্কৃত করবেন। 

77

এই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ছড়িয়ে পড়েছিল। কিন্তু তা ফিরে পেয়েছেন কি না জুহি, আজও কোনও পোস্টে সে বার্তা ধরা পড়েনি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories