শাহরুখ-কাজলের ছেলে 'কৃষ' এখন অ্যাংরি ইয়ং ম্যান, চেনার সুযোগ নেই সেই শিশুশিল্পীকে

বলিউডের একাধিক শিশুশিল্পী পরবর্তীকালে প্রাপ্ত বয়সে এসে বিনোদন জগতে কিংবা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তা সে হানসিকা মোতওয়ানি হোক, আফতাব শিবদাসানি, উর্মিলা মাতোঙ্কার বা শ্বেতা বসু প্রসাদ, হৃত্বিক রোশন। হৃত্বিক ছেলেবেলায় ছবিতে অভিনয়র পর 'কাহো না প্যায়ার হ্যয়' ছবির হাত ধরে হয়ে উঠেছিলেন নেশন ক্রাশ। এবার বোধহয় সেই জায়গা নিয়ে বসলেন তাঁরই ছবির এক শিশুশিল্পী। 

Adrika Das | Published : Dec 6, 2020 10:06 PM
18
শাহরুখ-কাজলের ছেলে 'কৃষ' এখন অ্যাংরি ইয়ং ম্যান, চেনার সুযোগ নেই সেই শিশুশিল্পীকে

সে অবশ্য এখন আর শিশু নেই। রীতিমত অ্যাংরি ইয়ং ম্যান লুক নিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন জিবরান খান। 

28

'কভি খুশি কভি গম' ছবিতে জিবরান ছিলেন কাজ এবং শাহরুখ খানের ছেলে কৃষের ভূমিকায় অভিনয় করেছিলেন। 

38

জিবরানের বয়স এখন ২৭ বছর। তাঁর ছবিগুলিতে নজর পড়লে হটনেস রিডিফাইনড বললে ভুল হবে না। 

48

ছেলেবেলায় শিশুশিল্পী হিসেবে বহু ছবিতেই কাজ করেছেন জিবরান। তার মধ্যে 'রিশতে', 'কিঁউ কি ম্যয় ঝুট নাহি বোলতা' অন্যতম।

58

তবে করণ জোহারের 'কভি খুশি কভি গম'-র হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন বিপুল। 

68

কৃষ হিসেবে তাঁকে চিনেছিল অসংখ্য বিনোদনপ্রেমী। এখন সেই মিষ্টতা হারিয়েছে চেহারা থেকে। 

78

রিপড চেহারা, অ্যাবস, বাইসেপস, ট্রাইসেপস, সব মিলিয়ে যেন সেই জিবরান এবং এখনকার জিবরানের মধ্যে কোনও মিলই নেই। 

88

তবে চোখের চাউনি এখনও এক রয়েছে বলেই দাবি ভক্তদের। জিবরানের ভক্তসংখ্যা মোটেই কম নয়। ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রোফাইলে দু-লাখের কাছাকাঠি ফোলোয়ারস রয়েছে তাঁর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos