Published : Dec 05, 2020, 07:25 PM ISTUpdated : Dec 05, 2020, 07:29 PM IST
বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি তানাজির পরিচালক ওম রাউত-এর সঙ্গে আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফরা। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও বেফাঁস মন্তব্যের জেরে ফের বিপাকে অভিনেতা। নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়েই নেটিজেনদের চটিয়েছেন পতৌদির ছোটে নবাব সইফ আলি খান।
অনেকেই আবার জানিয়েছেন, তিনি এই চরিত্রে মানানসই নন। কেউ কেউ আবার পুরোনো মন্তব্যকে টেনেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেতাকে।
1011
এর আগেও সইফ জানিয়েছিলেন, যে মুঘলদের আগে ভারতবর্ষের কোনও অস্তিত্ব ছিল না।
1111
নিজের ছেলে তৈমুরের নাম এক অত্যাচারী শাসকের নামেই রেখেছেন সইফ। ফের পুরোনো মন্তব্যের জেরে সইফরে বিরোধিতা বাড়ছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।