চলছে প্যানডেমিক। লকডাউন বিষয়টি কমে গেলেও করোনা ভাইরাস সংক্রমিত হয়েই চলেছে। কোভিড থেকে যে নিস্তার পাওয়ার কোনও আশা অন্তত এই বছর দেখছে না বিশ্ববাসী। অন্তত ভারতে তো নয়ই। মার্চ মাস থেকে সেপ্টেম্বর চলে এস। পরিস্থিতি প্রায় একই রকম রয়েছে বললেভুল বলা হবে। মানুষজন আগের চেয়ে ঢের বেশি সংখ্যায় বাইরে বেরোচ্ছে। দোকান পত্রও খুলে গিয়েছে। স্কুল, কলেজ খোলার বিষয় এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত না করা হলেই অনলাইন পড়াশোনা এবং পরীক্ষা নেওয়া চলছে।