Published : Dec 14, 2020, 03:29 PM ISTUpdated : Dec 14, 2020, 04:26 PM IST
করিনা কাপুর খানের প্রেগনেন্সি যেন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। তৈমুরের সময় থেকেই করিনা বেবি বাম্প নিয়ে বিপ্লব এনেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় বেবি বাম্প লুকনো নয় বরং গর্বের সহিত ফ্লন্ট করাই হোক মহিলাদের লক্ষ্য। মা হওয়ার আগে থেকে প্রতিটি মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, কিংবা জনসমক্ষে তুলে ধরায় লজ্জার কোনও কারণ নেই। করিনার এই পদক্ষেপ তৈমুর হওয়ার সময় থেকেই অনুপ্রেরণা দিয়েছেন অসংখ্য মহিলাকে।
সম্প্রতি করিনা গোলাপি রঙের স্পোর্টস ব্রা এবং ট্র্যাকপ্যান্টে ধরা দিয়েছেন। যা নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
28
গ্ল্যামার যেন ক্রমশ বয়সের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে করিনার। নবাব বেগমের গর্ভাবস্থার গ্ল্যামার ঝলসে দিচ্ছে সকলের চোখ।
38
এই রূপ নিয়ে তিনি নিত্যদিনই নানা পোস্ট করতে থাকেন। একটি স্পোর্টওয়্যারের বিজ্ঞাপনের জন্যই এই ছবিটি তুলেছেন করিনা
48
স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। যেখানে গোলাপী রঙের পোশাকের সঙ্গে মিশে গিয়েছে করিনার ব্লাশিং চেহারা।
58
ছবির ক্যাপশনে লেখা, "আমরা দু'জন বিজ্ঞাপনের শ্যুটিং সেটে।" সেটেই বেবি বাম্প ফ্লন্ট করে সেলফি তুলেছেন।
68
ছোট করে কাটা চুলে দেখা যাচ্ছে হালকা কার্লস। মেকআপও যৎসামান্য।
78
বাদামি রঙের হালকা স্মোকি লুক, অন্যদিকে গালে রয়েছে হালকা ব্লাশ। ওজন খানিক বাড়লেও মুখে নেই তার ছাপ।
88
করিনার এই গ্ল্যামার এখন নেটদুনিয়ার হটকেক। বলিউডের সবেচেয় গ্ল্যামারাস মায়েদের মধ্যে তিনি যে অন্যতম তাতে কোনও সন্দেহই নেই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।