Published : Sep 10, 2021, 08:56 AM ISTUpdated : Sep 10, 2021, 08:57 AM IST
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। গত মাসের ৯ আগস্ট প্রকাশিত হয়েছে করিনা কাপুর খানের প্রেগন্যান্সি বাইবেল। যাকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেছেন করিনা। প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন প্রেগন্যান্সি বাইবেল-এ । প্রথম মাতৃত্বের অনুভূতি যতটা আনন্দের ছিল,ঠিক ততটাই ছিল আতঙ্কের। নগ্ন হয়ে আয়নায় নিজেকে দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন করিনা। আজও সেই আতঙ্কের কথা মনে পড়লে শিউরে ওঠেন সইফ ঘরনি।
কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন।
210
গত মাসের ৯ আগস্ট প্রকাশিত হয়েছে করিনা কাপুর খানের প্রেগন্যান্সি বাইবেল। যাকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেছেন করিনা। অভিনেত্রী, সঞ্চালনার পর লেখিকা করিনা ভার্চুয়াল অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে নিজের প্রথম বই উন্মোচন করলেন নবাব বেগম।
310
একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর। প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন করিনা। অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনতার প্রতি আগ্রহ তলানিতে ঠেকেছিল করিনার, তা অকপটে জানিয়েছেন নবাব ঘরনি।
410
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। প্রথম মাতৃত্বের অনুভূতি যতটা আনন্দের ছিল,ঠিক ততটাই ছিল আতঙ্কের।
510
নগ্ন হয়ে আয়নায় নিজেকে দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন করিনা। আজও সেই আতঙ্কের কথা মনে পড়লে শিউরে ওঠেন সইফ ঘরনি।
610
করিনা জানিয়েছেন তৈমুরের গলায় আম্বিলিকাল কর্ড জড়িয়ে গিয়েছিল। তারপর তড়িঘড়ি সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন করিনা। কিন্তু সন্তান জন্মের পর আতঙ্ক গ্রাস করেছিল করিনাকে।
710
করিনা জানিয়েছেন তৈমুরের গলায় আম্বিলিকাল কর্ড জড়িয়ে গিয়েছিল। তারপর তড়িঘড়ি সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন করিনা। কিন্তু সন্তান জন্মের পর আতঙ্ক গ্রাস করেছিল করিনাকে।
810
করিনা আরও বলেন, চোখের ডার্ক সার্কেল, সি-সেকশনের ড্রেসিং ব্যান্ডেজগুলো, অতিরিক্ত চর্বিযুক্ত মোটা পেট, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবেন না।
910
অভিনেত্রীর কথায়, অন্তঃসত্ত্বা অবস্থায় সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। যদি পুরো পরিস্থিতি সবটাই সামলেছিল সইফ আলি খান। সব সিদ্ধান্তে করিনার পাশে ছিলেন সইফ।
1010
গর্ভাবস্থায় যৌনতার প্রতি আগ্রহ হারানোর কথা শুনেই অনেকে ভ্রু কুঁচকেছিলেন। এবার প্রথম সারির সংবাদমাধ্যমে করিনা জানিয়েছেন, সেক্স নিয়ে কথা বলার জন্য আলাদা কোনও সাহসের প্রয়োজন না। এটা শরীরেরই একটা অঙ্গ। করিনা জানান, স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে যৌনতা একটা প্রাসঙ্গিক বিষয়। একজন নারী কী অনুভব করে, সেটাকেও প্রভাবিত করে যৌনতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।