প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

একসময়ে বলিউডের পর্দাকাঁপানো প্রথম সারির অভিনেত্রী করিশ্মা কাপুরের সর্বদাই লাইমলাইটে থাকতেন।  রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে করিশ্মার ব্যক্তিগত জীবনটা মোটেই সুখকর ছিল না। অমিতাভ পুত্র অভিষেকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা সকলেরই জানা। বচ্চন পরিবারও গৃহবধু হিসেবে মেনেও নিয়েছিলেন করিশ্মাকে। কিন্তু তা আর হয়নি। সম্পত্তির অতিরিক্ত লোভের কারণেই অভিষেকের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল করিশ্মার। অন্যদিকে বিয়ে, অসুখী দাম্পত্য, শারীরিক ও মানসিক নির্যাতন, তারপর বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। আজও সেই বহুলচর্চিত বিচ্ছেদ দগদগে সকলের মনে। প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বাকালীনও জুটেছিল মারধর, করিশ্মার গার্হস্থ্য হিংসার শিউরে ওঠা কাহিনি যেন হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে।

Riya Das | Published : Apr 6, 2022 9:26 AM
19
প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

 রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে করিশ্মার ব্যক্তিগত জীবনটা মোটেই সুখকর ছিল না। অমিতাভ পুত্র অভিষেকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা সকলেরই জানা। কেরিয়ার  মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন করিশ্মা। অভিষেক তখনও বলিউডে প্রতিষ্ঠিত হয়নি সেভাবে। করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডে সবথেকে চর্চিত বিষয় ছিল।

29


বচ্চন পরিবারের সঙ্গে করিশ্মার ঘনিষ্ঠ মেলামেশা একসময়ে চর্চার বিষয় ছিল। জয়া বচ্চন জানিয়েছিলেন, বচ্চন পরিবার নিজেদের সঙ্গে কাপুর পরিবারকেও মন থেকে মেন নিয়েছে। এবং জয়া আরও বলেছিলেন বচ্চন পরিবারের ভবিষ্যতের পূত্রবধূ হল করিশ্মা কাপুর।  কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক পরিণতি পায়নি। যার নেপথ্যে কাপুর পরিবারের একজন ছিলেন। তিনি হলেন করিশ্মার মা ববিতা কাপুর। মা ববিতার কারণেই করিশ্মার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল করিশ্মার।

39

 
তারপরেই করিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে  বিয়ের পরের জীবনটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। বিয়ে, অসুখী দাম্পত্য, শারীরিক ও মানসিক নির্যাতন, তারপর বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। আজও সেই বহুলচর্চিত বিচ্ছেদ দগদগে সকলের মনে। 
 

49

একটা সময়ে আদালতে করিশ্মার জবানিতে এমন কিছু  তথ্য উঠে এসেছিল যা নাড়িয়ে দিয়েছিল বলিউডকে। অন্তঃসত্ত্বাকালীনও জুটেছিল চড়, থাপ্পড়, মারধর, করিশ্মার গার্হস্থ্য হিংসার শিউরে ওঠা কাহিনি যেন হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে।  

59

করিশ্মা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বাকালীনও সঞ্জয় তার গায়ে হাত তুলতে বলেছিলেন যার কারণও খোলসা করে বলেছিলেন নায়িকা। একবার সঞ্জের মা করিশ্মার জন্য একটি পোশাক কিনে এনেছিলেন। তবে প্রেগন্যান্ট থাকার জন্য সেই পোশাক আমার গায়ে আঁটছিল না। সেই অপরাধে সঞ্জয় ওর মা-কে আমায় মারার কথা বলেছিল।

69

করিশ্মার অভিযোগ থেকে আরও জানা যায়, করিশ্মাকে বিয়ের পরও প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে গেছেন সঞ্জয়। এমনকী ছেলের একাধিক সম্পর্কের কথা পুরোটাই জানতেন মা, তবে জানাই শুধু নয়, পুরো বিষয়টা মেনেও নিয়েছিলেন করিশ্মার শাশুড়ি মা।
 

79

২০০৩ সালে মহা ধুমধাম করে পেশায় ব্যবসায়ী সঞ্জয়কে বিয়ে করেন করিশ্মা। দুই সন্তান সামাইরা ও কিয়ানের জন্মের পর ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ মামলা।  তারপরই পারিবারিক নির্যাতনের ভয়ঙ্কর চিত্র সকলের সামনে তুলে ধরেন করিশ্মা কাপুর।

89

বন্ধুদের সঙ্গে নিয়েই  মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন সঞ্জয় কাপুর ।প্রথম  মধুচন্দ্রিমাতেই তিনি বুঝে গেছিলেন এই সম্পর্কের পরিণতি। মধুচন্দ্রিমাতে গিয়ে এক রাতের জন্য করিশ্মাকে নিলামে তুলেছিলেন  স্বামী সঞ্জয় । রীতিমতো শরীর নিয়ে চলেছিল দর কষাকষি। 

99

 মধুচন্দ্রিমা থেকেই শুরু। তারপরই শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হয়েছিলেন করিশ্মা। দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেষ ২০১৬ সালে ডিভোর্স দেন সঞ্জয়কে। দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের বলিউডে ফিরে আসেন করিশ্মা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos