হট পোজে ঝড়ে পড়ছে উষ্ণতা, এবার বলিউডে ঝড় তুলতে আসছে ক্যাটরিনার বোন

Published : Jan 22, 2021, 01:36 PM IST

বলিউডে একের পর এক অভিনেত্রীর ডেবিউ। এবার নবাগতাদের তালিকাতে নাম লেখাতে চলেছেন ক্যাটরিনা কইফের বোন ইসাবেলে কাইফ। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই তিনি হটস্টার। এবার বড় পর্দায় নজর কাড়তে প্রস্তুত এই হট কুইন। 

PREV
110
হট পোজে ঝড়ে পড়ছে উষ্ণতা, এবার বলিউডে ঝড় তুলতে আসছে ক্যাটরিনার বোন

ক্যাটরিনা কাইফ, পর্দায় প্রথম আত্ম প্রকাশের পরই ঝড় তুলেছিলেন সকলের মনে। তাঁর লুক থেকে শুরু করে হট পোজ, নজর কাড়ত সবকিছুই। 

210

এবার সেই আমেজ ফিরিয়ে আসতে তৈরি ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলে কাইফ। বেশ কিছু দিন ধরেই তিনি মডেলিং-এর সঙ্গে যুক্ত।

310

দিদির সূত্রে মাঝে মধ্যেই তিনি বলিউডের নানা পার্টি ও অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। যার ফলে ইসাবেলে বলিউডের পরিচিত মুখ।

410

তবে বলিউডে কাজ করা এর আগে হয়নি ইসাবেলের। সলমনের সঙ্গে অনুষ্ঠানে ভাইরাল হওয়া সেলেবকে এর আগে পর্দায় দেখেনি ভক্তরা। 

510

তবে তাঁর স্টানিং লুক ও এনার্জিটিক পোস্ট সব সময় নজর কেড়েছে নেট দুনিয়ার। যার ফলে তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। 

610

ক্যাটরিনা কাইফ সবসময় এক প্রাণখোলা উপস্থাপনা নিয়ে হাজির হতেন পর্দায়। সেই একই ধাঁচে এবার নজর কাড়তে প্রস্তুত ইসাবেলে। 

710

ইতিমধ্যেই সাক্ষর করেছেন তিনি তাঁর প্রথম ছবি। বিপরীতে থাকবেন সম্রাট। শুরু হয়েছে ছবির শ্যুটিং। একটি গানের সিক্যুয়েন্সও হয়ে গিয়েছে ইতিমধ্যে। 

810

ছবির নাম সুস্বগাতম খুশামদীন। ছবির সেট নিয়ে মুখ খোলেন অভিনেতা সম্রাট। তিনি জানান, ইসাবেলে সেটে থাকা মানেই এক প্রাণোচ্ছ্বাস বিষয়। 

910

সকলে মিলে মজা করেই কাটছে ছবির শ্যুটিং পর্ব। এখানেই শেষ নয়। তিনি আরও জানান, যে একটি ছবিকে একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন ইসাবেলে। 

1010

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস

click me!

Recommended Stories