ক্যাটরিনা কাইফ, পর্দায় প্রথম আত্ম প্রকাশের পরই ঝড় তুলেছিলেন সকলের মনে। তাঁর লুক থেকে শুরু করে হট পোজ, নজর কাড়ত সবকিছুই।
210
এবার সেই আমেজ ফিরিয়ে আসতে তৈরি ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলে কাইফ। বেশ কিছু দিন ধরেই তিনি মডেলিং-এর সঙ্গে যুক্ত।
310
দিদির সূত্রে মাঝে মধ্যেই তিনি বলিউডের নানা পার্টি ও অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। যার ফলে ইসাবেলে বলিউডের পরিচিত মুখ।
410
তবে বলিউডে কাজ করা এর আগে হয়নি ইসাবেলের। সলমনের সঙ্গে অনুষ্ঠানে ভাইরাল হওয়া সেলেবকে এর আগে পর্দায় দেখেনি ভক্তরা।
510
তবে তাঁর স্টানিং লুক ও এনার্জিটিক পোস্ট সব সময় নজর কেড়েছে নেট দুনিয়ার। যার ফলে তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
610
ক্যাটরিনা কাইফ সবসময় এক প্রাণখোলা উপস্থাপনা নিয়ে হাজির হতেন পর্দায়। সেই একই ধাঁচে এবার নজর কাড়তে প্রস্তুত ইসাবেলে।
710
ইতিমধ্যেই সাক্ষর করেছেন তিনি তাঁর প্রথম ছবি। বিপরীতে থাকবেন সম্রাট। শুরু হয়েছে ছবির শ্যুটিং। একটি গানের সিক্যুয়েন্সও হয়ে গিয়েছে ইতিমধ্যে।
810
ছবির নাম সুস্বগাতম খুশামদীন। ছবির সেট নিয়ে মুখ খোলেন অভিনেতা সম্রাট। তিনি জানান, ইসাবেলে সেটে থাকা মানেই এক প্রাণোচ্ছ্বাস বিষয়।
910
সকলে মিলে মজা করেই কাটছে ছবির শ্যুটিং পর্ব। এখানেই শেষ নয়। তিনি আরও জানান, যে একটি ছবিকে একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন ইসাবেলে।
1010
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।