চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত কিছু নিখুঁত ভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনও কিছুতে খামতি না থাকে। সোমবার বিকেলেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সপরিবারে উড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভিকি-ক্যাটের প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর । ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে আনা হয়েছে বিদেশি ঝাড়বাতি, কাচের বিয়ের মন্ডপ যেন গোলকধাঁধা। বলিউডের হাই প্রোফাইল বিয়ের ব্যবস্থা খুটিনাটি দেখে নিন একনজরে।
এই মুহূর্তে বলিউডের অন্দরে একটাই টপিক আর তা হল ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) গ্র্যান্ড ওয়েডিং। এর মধ্যেই বিয়ে নিয়ে একের পর এক তথ্য আসছে, আর তা জানার জন্য মুখিয়ে রয়েছে ভিক্যাটের ভক্তরা।
210
বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের লাভবার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর। সূত্র থেকে জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর বসতে চলেছে সঙ্গীতের আসর, ৮ ডিসেম্বর মেহেন্দি, এবং ৯ ডিসেম্বর ভিকি কৌশলের ( Vicky kaushal)সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)।
310
ইতিমধ্যেই গত সোমবার সপরিবারে যোধপুর পৌঁছে গিয়েছেন বলিউডের হবু বর-কনে ( Vicky kaushal) ভিকি ও ক্যাট (Katrina Kaif)। বিয়ের মরশুমে সাজো সাজো রব জয়পুরে। মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে ভিকি-ক্যাটের প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর ।
410
বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে বিয়ের সবকিছুই আড়ালে রাখার চেষ্টা করছেন বলিউডের এই হট কাপল (Katrina-Vicky Wedding)। কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে ভিক্যাটের বিয়ের স্থান।
510
রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্স প্রাসাদ সাজানো হচ্ছে নিখুঁত দক্ষতায়। তাক লাগানো কারুকার্যে সাজিয়ে তোলা হচ্ছে বিয়ের আসর (Katrina-Vicky Wedding)। সূত্রের খবর, ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে আনা হয়েছে বিদেশি ঝাড়বাতি। যা বিয়ের মূল আর্কষণ।
সূত্র থেকে জানা গেছে ভিকির ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের মন্ডপে আসবেন। এবং সুসজ্জিত কাঁচের মন্ডপে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই সেলেব জুটি। বিয়ের পর ভিকি এবং ক্যাটরিনা বলিউডের বন্ধু এবং প্রাক্তন সহ-অভিনেতাদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশন হোস্ট করবেন বলেও শোনা যাচ্ছে ।
810
বিখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকেই বিয়ের দিন সাজবেন ক্যাটরিনা। বিয়ের দিন লাল বেনারসী নয়, বরং লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
910
সূত্র থেকে আরও জানা গেছে, বিয়েতে খুব বেশি লোকজনের উপস্থিতি রাখছেন না ( Vicky kaushal) ভিকি ও ক্যাট (Katrina Kaif) । ১২০ জন আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি রাখছেন না টিম।
1010
ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমেই প্রবেশের অনুমতি দেওয়া হবে (Katrina-Vicky Wedding)। এছাড়াও অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড। যা প্রত্যেক অতিথির জন্যই বাধ্যতামূলক।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।