আর সেই জুটিই এখন রাজকীয় বিয়ের আসরে সামিল, বলিউডে সব থেকে বেশি সেনসেশন ছড়িয়েছে এই বিয়ের খবর, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাতেই রাখ-ঢাক, গোপনীয়তা তুঙ্গে। কিন্তু এবার আর তা চাপা থাকল না। তবুও প্রতিটা খবরেই কড়া নজর সকলের, আর তাই বেজায় বিপাকে ক্যাট-ভিকি, কিছুই থাকছে না চাপা, অথচ সমস্যা এড়াতে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ।