কিন্তু এখনও পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন নি সিদ্ধার্থ। কোন অভিনেত্রীকে ভালো লাগে প্রশ্ন করায় খানিক চুপ থাকেন সিদ্ধার্থ। কিয়ারা, বলিউডে (Bollywood) প্রথম থেকেই সকলের নজর কেড়েছেন তিনি। ঝড় ওঠে তাঁর অনবদ্য অভিনয়কে ঘিরে। এরপর কবীর সিং (kabir Singh) , এই ছবি কিয়ারার জীবনে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায়। বলিউডে নিজের জায়গা পাকা করে নিতে তাঁর খুব বেশি সময় লাগেনি।