সামনে আসা টিজারেই বেশ কিছুটা স্পষ্ট হয়, যেখানে দীপিকাকে বলতে শোনা যায়, সবটাই কি ভালোবাগা, নাকি বেশ কিছুটা ভাগ্য, কেন করলেন দীপিকা, নিজের সম্পর্ক ভুলে, বোনকে আঘাত দিতে কোন পরিস্থিতিতে হাত কাঁপল না দীপিকার! গল্পের গভীরে প্রবেশ করতে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে।