বাস কন্টাকটার থেকে থালাইভা, রজনীকান্তের অবাক করা কিছু অজানা তথ্য

দেখতে দেখতে ৭০-এ পা। থালাইভার লুক থেকে শুরু করে অভিনয়ের দাপট, গোটা সিনে জগতের সফরটাই যেন এক গল্প কাহিনি। সেই বিখ্যাত স্টারই নাকি একটা সময় বাস কনটাক্টরি করতে পিছু পা হননি...

Jayita Chandra | Published : Dec 13, 2020 1:39 PM / Updated: Dec 13 2020, 03:28 PM IST
17
বাস কন্টাকটার থেকে থালাইভা, রজনীকান্তের  অবাক করা কিছু অজানা তথ্য

সিনেমার জগতে যথন প্রথম পা রাখার কাজ শুরু করেছিলেন তখনও তিনি কোনও মতে বাস বাস কন্টাকটারি করে দিন চালাচ্ছেন। 

 

27

রজনীকান্তের আসল নাম হয়তো অনেকেই জানেন না। তাঁর নাম হল শিবাজী রাও। মারাঠি ও কন্নর ভাষাতেই কথা বলতেন তিনি। 

 

37

রজনীকান্তকে হাত ধরে তোলার প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে বালাচন্দের। এই সময়টা তিনি আর কাউকে পাশে না পেলেও এই একজনই ছিলেন যথেষ্ট। 

 

 

47

একটা স্কুলের ম্যাগাজিনে ইন্টারভিউ দিতে গিয়ে রজনীকান্তের প্রেমে পড়া। সেখান থেকেই শুরু পথ চলা। ১৯৮১ সালে লথাকে বিয়ে করেন তিনি। 

57

শিবাজী ছবি করার জন্য তিনি পেয়েছিলেন ২৬ কোটি টাকা। যা তাঁকে মুহূর্তে এশিয়ার দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাতে পরিণত করেছিল। 

67

১৮ বছরে পা রাখতেই তিনি ধুমপান শুরু করেছিলেন, এবং স্কুলের গণ্ডি পেরতে না পেরতেই তিনি শূণ্যে সিগারেট ছুঁড়ে তা ঠোঁটে ধরা প্র্যাক্টিস করেছিলেন। 

77

অমিতাভের ১১টি ছবির তালিম রিমেক করেছেন রজনীকান্ত। যার মধ্যে অন্যতম হল দিওয়ার, ডন, অমর আকবর অ্যান্টনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos