লো নেক লেহেঙ্গায় বেরিয়ে বক্ষের খাঁজ, সত্যিই কি চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন কৃতি শ্যানন

 'মিমি' ছবির জন্য পুরোপুরো অন্যভাবে নিজেকে মেলে ধরেছেন কৃতি শ্যানন। গ্রামের মেয়ের সারোগেসিতে প্রেগন্যান্ট, কৃতির অভিনয় দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। তবে মা হওয়ার পর একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে  বোল্ড অবতার নজর কেড়েছেন কৃতি। কৃতির হাইভোল্টেজে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার নববধূর সাজে সকলকে চমকে দিলেন কৃতি। লাল লেহেঙ্গা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় টিকলি পরে নববধূর সাজে কৃতিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে কি ইয়ামির মতোই চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা কৃতি শ্যানন।

Riya Das | Published : Aug 25, 2021 9:36 AM
19
লো নেক লেহেঙ্গায় বেরিয়ে বক্ষের খাঁজ, সত্যিই কি চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন কৃতি শ্যানন

বলি অভিনেত্রী কৃতি শ্যানন ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। বলি নায়িকাদের ব্রাইডাল লুক দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এবার ভাইরাল হলেন সকলের প্রিয় মিমি।

29

নববধূর সাজে রাতারাতি সকলকে চমকে দিলেন কৃতি শ্যানন। লাল লেহেঙ্গা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় টিকলি পরে নববধূর সাজে কৃতিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। 

39


নিজের সোশ্যাল মিডিয়ায় নববধূর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নতুন কনে। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন কৃতি।

49


নিজের সোশ্যাল মিডিয়ায় নববধূর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নতুন কনে। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন কৃতি।

59

ডিজাইনার মণীশ মলহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের মুখ হলেন কৃতি শ্যানন। এবং ব্রাইডাল ফোটোশ্যুটের জন্য নববধূর সাজে নিজেকে উজার করে দিয়েছেন নায়িকা।

69

জারদৌসি কাজের লেহেঙ্গায় আধুনিকতার ছাপ, কনের সাজে কৃতিকে দেখেই চমকে গেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে নিমেষে। 

79

মিমির এই লুকের প্রশংসা করেছেন নেটিজেনরা তথা বলি তারকারা। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। অনেকে আবার রিয়েল লাইফে কনের সাজে দেখার আবেদন জানিয়েছেন।

89

 

 

আপকামিং ছবি 'মিমি'র জন্যই নিজেকে একেবারে অন্যভাবে প্রস্তুত করেছেন কৃতি শ্যানন। রোগা থেকে মোটা চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় তারকাদের। কৃতিও তেমনটাই করেছিলেন। ছবির জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন নায়িকা।

99

একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে সকলকে চমকে দিয়েছেন  কৃতি শ্যানন। উষ্ণতার পারদ চড়িয়ে কৃতির বোল্ড অবতার নজর কেড়েছে ভক্তদের।  শরীরী নেশায় আগুন জ্বালালেন বলি অভিনেত্রী কৃতি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos