১৪ জুন বলিউডের সেই কালো দিন। কোনও কিছু বোধগম্য হওয়ার আগেই যেন সবটা শেষ হয়ে গেল। শুধু কেন? এই প্রশ্নটাই যেন মুখ থেকে সড়ছে না তার মৃত্যুর এতদিন পরই। সত্যিই কি মানসিক চাপ থেকেই আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারো রহস্য। সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছিল সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালিদের বিরুদ্ধে। সম্প্রতি তাদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দিল আদালত। তবে বিচারপতি মামলা খারিজ করে দিলেও থেমে থাকবেন না আইনজীবী সুধীর কুমার ওঝা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মামলা খারিজ হলেও তিনি উচ্চতর আদালতে আবেদন করবেন। শুধু তাই নয়, এর শেষ দেখে ছাড়বেন।