প্রেমিক প্রেমিকা নন, মায়ের কোলে ছেলে, অর্জুনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক ট্রোল মালাইকা

সম্পর্কের ফারাক বেশ কয়েকবছরের। একে অন্যের প্রেমে মজে থাকা মালাইকা ও অর্জুন কাপুরের মাঝে বিতর্কের বিষয় এই একটাই। যে প্রসঙ্গ ভুলেও ভোলে না নেট দুনিয়া। অর্জুনের জন্মদিনেও তাই সেই বিষয় কটাক্ষ  করতে পিছু পা হয়নি নেটবাসী।

Jayita Chandra | Published : Jun 27, 2021 2:56 AM IST
18
প্রেমিক প্রেমিকা নন, মায়ের কোলে ছেলে, অর্জুনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক ট্রোল মালাইকা

বলিউডের স্টানিং ডিভা মালাইকা আরোরা। এক কথায় বলতে গেলে যাঁর পর্দায় উপস্থিতি মানেই এক উষ্ণ আবেদন। 

28

তবে সেই ডিভার লাভ লাইফ জুড়ে রয়েছে কেবলই একটাই নাম, তিনি হলেন অর্জুন কাপুর। গত দু বছরে এভাবেই চলছে প্রেমপর্ব।

38

তবে সময় যতই এগিয়ে যাক না কেন, এই সম্পর্কের মাঝে থাকা বয়সের ফারাক মেনে নিতে আজও নারাজ নেট দুনিয়া। 

48

একের পর এক পোস্ট থেকে শুরু করে সেলিব্রেশন, তাঁরা দুজনে এক সঙ্গে ছবি দিলেই যেন বিপত্তি। 

58

মুহূর্তে হতে হয় ট্রোলের শিকার। এবারও তা ব্যতিক্রম হল না। অর্জুন কাপুরের জন্মদিনে শুভেচ্ছা ঘিরে বিপত্তি। 

68

কমেন্ট বক্সে উড়ে এলো সেই একি প্রসঙ্গ, যেন মায়ের কোলে ছেলে। যদিও এই ট্রোল মালাইকা বা অর্জুনের জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলে না। 

78

এই কটাক্ষকে উপেক্ষা করেই দিব্যি একে অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন মালাইকা। 

88

প্রেমিকের জন্মদিন বলে কথা, তাই স্পেশ্যাল সেলিব্রেশন তো হতেই হয়। ফলে শনিবার দিনভর সেই  পরিকল্পনা মাফিকই চলল উৎসব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos