লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিভৃতে কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। ফারি দ্বীপপুঞ্জের মধ্য়ে অবস্থিত রিসর্ট 'প্যাটিনা মলদ্বীপে' রয়েছেন বলিউডের চর্চিত কাপল। মলদ্বীপ থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন এই কাপল। সম্প্রতি বিকিনি পরে সাইকেল চালাচ্ছেন মালাইকা, এবং শার্টলেস অবস্থায় ধরা দিয়েছেন অর্জুন কাপুর। বলি কাপলের এই ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।