কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনার পর এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মালাইকা। মাল্লা লিখেছিলেন, 'আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে কোনও ফিল্মের শুটিং করছিলাম। ভগবানের অশেষ কৃপা যে দুর্ঘটনার পর আমাকে সব দেবদূতরা ঘিরে ছিল, যারা আমার স্টাফ হোক কিংবা যারা আমায় হাসপাতালে পৌঁছে দিয়েছে। আর যারা আমার পাশে ছিল আমার পরিবার ও হাসপাতালের সমস্ত কর্মীরা। চিকিৎসকরাও আমাকে খুব যত্ন করে দেখাশোনা করেছেন। ওনাদের জন্যই আজ আমি সুস্থ এবং কৃতজ্ঞ থাকব আজীবন। আমার সমস্ত অনুরাগী ও ইনস্টা ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ', জানান মালাইকা আরোরা।