সর্বনাশ! গাড়ি দুর্ঘটনার পরই ট্রমায় চলে গেছেন মালাইকা, কী ভেবে শিউরে উঠছেন অর্জুনের প্রেমিকা


চলতি মাসের ২ রা এপ্রিল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বই ফিরছিলেন মালাইকা, সেই সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন বলিপাড়ার মাল্লা। যদিও খুব বেশি চোট পাননি তবুও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মালাইকার দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন ভক্তরা।  দুর্ঘটনার পর থেকে সেভাবে আর বাড়ির বাইরে বেরোন নি, বরং নিজের বাড়িতেই ছিলেন মালাইকা আরোরা। সম্প্রতি এক সাক্ষাৎাকরে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের মাল্লা। মালাইকা নিজেও স্বীকার করেছেন যে শরীর ঠিক হলেও এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন মাল্লা।

Riya Das | Published : Apr 22, 2022 2:42 AM IST
19
সর্বনাশ! গাড়ি দুর্ঘটনার পরই ট্রমায় চলে গেছেন মালাইকা, কী ভেবে শিউরে উঠছেন অর্জুনের প্রেমিকা

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। কিছু করেই হোক বা কিছু না করেই সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শিরোনামে থাকেন মালাইকা আরোরা। 

29


চলতি মাসের ২ রা এপ্রিল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বই ফিরছিলেন মালাইকা, সেই সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন বলিপাড়ার মাল্লা।
 

39

দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণায় বেশি ভুগছেন মালাইকা। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলি নায়িকা। 
 

49

সম্প্রতি এক সাক্ষাৎাকরে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের মাল্লা। মালাইকা নিজেও স্বীকার করেছেন যে শরীর ঠিক হলেও এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন মাল্লা। বিশেষ করে মানসিক দিক থেকে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

59

শারীরিক চোট সারলেও মনের ক্ষত আজও দগদগে। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ি ধাক্কা লেগেই এই ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছিল অভিনেত্রীকে। তবে মালাইকার চোট সামান্য ছিল, যার ফলে হাসপাতাল থেকেও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

69


সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, এটা এমন একটা ঘটনা যা আমি মনে করতে চাই না। আবার এমনটাও নয় যে আমি সহজে ভুলতে পারছি। বিশেষত শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি।

79

মাল্লা জানিয়েছেন, আমি সবসময়েই অনুভব করছি আমি মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ হইনি। যদি এমন কোনও সিনেমা দেখি যেখানে রক্ত কিংবা দুর্ঘটনা দেখানো হচ্ছে আমার চোখের সামনে ভেসে উঠতেই গা শিউরে উঠছে। তবে আমার বিশ্বাস এই ট্রমা আমি অতিক্রম করে উঠতে সক্ষম হব।

89

মালাইকা আরও বলেন,দুর্ঘটনার সময় আমি হতবাক ছিলাম। মাথায় প্রচন্ড ব্যথা করছিল। তবে শুধু জানতে চাইছিলাম বেঁচে আছি কিনা  খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল , কী ঘটছে তা বোঝার জন্য শোরগোল শুরু হয়েছিল। প্রচন্ড ঝাঁকুনি অনুভব করেছিলাম। হাসপাতালে পৌঁছানো পর্যস্ত সবটা অস্পষ্ট ছিল।

99

কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনার পর এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মালাইকা। মাল্লা লিখেছিলেন,  'আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে কোনও ফিল্মের শুটিং করছিলাম। ভগবানের অশেষ কৃপা যে দুর্ঘটনার পর আমাকে সব দেবদূতরা ঘিরে ছিল, যারা আমার স্টাফ হোক কিংবা যারা আমায় হাসপাতালে পৌঁছে দিয়েছে। আর যারা আমার পাশে ছিল আমার পরিবার ও হাসপাতালের সমস্ত কর্মীরা। চিকিৎসকরাও আমাকে খুব যত্ন করে দেখাশোনা করেছেন। ওনাদের জন্যই আজ আমি সুস্থ এবং কৃতজ্ঞ থাকব আজীবন। আমার সমস্ত অনুরাগী ও ইনস্টা ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ', জানান মালাইকা আরোরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos