মালাইকার বোন অমৃতা দিদির ভালো থাকার খবর জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, এখন সুস্থ থাকলেও আগামী বেশ কয়েকদিন চিকিৎসকের অধীনস্থ থাকতে হবে তাঁকে। অন্যদিকে মালাইকার মুখপাত্রও তাঁর সুস্থ থাকার খবর জানিয়েছেন। তিনি বলেছেন, সৌভাগ্যবসত বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন নায়িকা। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিকই তএখন বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে বলিউডের মুন্নিকে।