অবিকল যেন ঐশ্বর্য, যমজ বোনের ছবি প্রকাশে বিপাকে রাই সুন্দরী

 অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। তবে  এবার কোনও অভিনেতার সঙ্গে  নাম জড়ায়নি ঐশ্বর্য রাই বচ্চনের। বরং ঐশ্বর্যর যমজ বোনকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। রাই সুন্দরীর যে যমজ বোন রয়েছে তা আগে কখনও জানা যায়নি। সম্প্রতি এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হতবাক হয়েছে ভক্তরা।

Riya Das | Published : Jun 6, 2020 11:44 AM IST / Updated: Jun 06 2020, 05:22 PM IST
19
অবিকল যেন ঐশ্বর্য,  যমজ বোনের ছবি প্রকাশে বিপাকে রাই সুন্দরী

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যর রাই বচ্চনের যে বোন রয়েছে তা আগে কখনও জানা যায়নি।

29

বাবা কৃষ্ণারাজ  ও মা বৃন্দা রাইয়ের দ্বিতীয় সন্তান ঐশ্বর্য। তার এক দাদা রয়েছে। সেই খবরই এতদিন জানা ছিল। তাহলে এই যমজ  বোন এল কোথা থেকে।
 

39

সম্প্রতি বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতেই হুবহু ঐশ্বর্যর সঙ্গে তার মিল রয়েছে।

49


বিষয়টি নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

59

 ঐশ্বর্য যমজ বোন যাকে ভাবা হচ্ছে তিনি আসলেও তার বোন নয়, কিন্তু তাকে নিঃসন্দেহেই ঐশ্বর্যর যমজ বলাই যায়। ঐশ্বর্যর সঙ্গে তার হুবহু মিলও রয়েছে। তিনি হলেন আম্মুজ আমরুথা।

69


দক্ষিণী এই টিকটক স্টারই বর্তমানে নেটদুনিয়ার হট সেনসেশন। হবেন নাই বা কেন ঐশ্বর্যর সঙ্গে যার হুবহু মিল রয়েছে। 

79

সম্প্রতি ঐশ্বর্যর মুক্তি পাওয়া তামিল ছবি 'কান্দুকোন্দেন কান্দুকোন্দেন'-এ একটি জনপ্রিয় ডায়লগ টিকটিকে অভিনয় করেছেন আম্মুজ।

89

টিকটক ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। একে ঐশ্বর্যর ছবির ডায়লগ, অন্যদিকে ঐশ্বর্যর মতোন দেখতে দুইয়ে দুইয়ে যেন মিলে গেছে।

99


গত ৪ মে ছবিটির ২০ বছর পূর্ণ হয়েছে। ছবির  ২০ বছর পূর্তি উপলক্ষ্যেই আমরুথা এই ভিডিওটি বানিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos