শাহিদ পত্নীর বেবি বাম্পে জল্পনা তুঙ্গে, তৃতীয়বার কি মা হতে চলেছে মীরা

Published : Aug 26, 2020, 03:21 PM ISTUpdated : Aug 26, 2020, 03:22 PM IST

বলিউড জুড়ে এখন নতুন অথিতির আগমণের খুশি। দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর। এই মাসের শুরু দিকেই খুশির খবরটি প্রকাশ্যে এনেছেন পটৌডি পরিবার। করিনার প্রেগনেন্সির খবর থিতিয়ে যেতেই আরও এক তারকার প্রেগনেন্সির খবর এল প্রকাশ্যে। ফের মা হতে চলেছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। মিশা এবং জেইন কাপুরের পর ফের এক কাপুর আসতে চলেছে। এই খবরটি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মীরার পোস্ট করা বেবি বাম্পের ছবিতেই খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। 

PREV
18
শাহিদ পত্নীর বেবি বাম্পে জল্পনা তুঙ্গে, তৃতীয়বার কি মা হতে চলেছে মীরা

তবে আদৌ কি তিনি মা হতে চলেছেন। ক্যাপশন না পরেই খুশির খবর ভেবে আনন্দে-উৎসবে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া ইউজাররা। 

28

তৃতীয়বার বাবা হচ্ছেন শাহিদ। এমমনই ভেবে দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরুও করে দিয়েছে একাধিক সাইবারবাসী। 

38

মীরার পোস্ট করে বেবি বাম্পের ছবির ক্যাপশন না পরেই এমন মন্তব্য করে বসে নেটিজেনরা। 

48

তবে আদৌ কি তিনি মা হতে চলেছেন! ক্যাপশনে স্পষ্ট লেখা রয়েছে চার বছর আগের ছবি। 

58

এটি যে থ্রোব্যাক ছবি তা ক্যাপশনে লেখার পরও ভুল ভাবনায় নিজেদের জড়িয়ে ফেলেছে শাহিদ ভক্ত সহ সাইবারবাসীরা। 

68

কোনওভাবেই মীরা তৃতীয়বার মা হচ্ছে না। মিশার জন্মের আগে তোলা হয়েছিল এই ছবি। সেই সময়ের মুহূর্তকে মেলে ধরেছেন মীরা। 

78

পুরনো ছবি শেয়ার করতে গিয়ে তাংকে যে এমন বিপাকে পরতে হবে তা তিনি ভাবেননি। 

88

চার বছর আগে একটি বিশেষ দিনে তোলা হয়েছিল এই ছবি। ছবিটির চার বছর পূর্ণ হতেই শেয়ার করেছেন মীরা। বেবি বাম্প দেখেই তাঁর ভুয়ো প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories