আশি থেকে নব্বইয়ের দশকের বেশ কিছু তারকা,যারা একসময়ে সুপারহিটের তকমা পেয়েছিলেন, আজ তারা অধরা। অভিনয়ে সুনাম অর্জন করলেও ফিল্ম ইন্ডাস্ট্রি আর তাদের মনে রাখে নি। তার সৌন্দর্যে পাগল ছিলেন বহু পুরুষ। সেক্সি ফিগার যৌবনাসিক্ত সেই অভিনেত্রীরা আজ বলিউড থেকে অনেক দূরে। তবে গ্ল্যামার জগত থেকে দূরে সরে গেলেও দর্শকদের হৃদয়ে তারা রয়ে যাবেন চিরকালীন। তেমনই একজন অভিনেত্রী হলেন মিঠুনের বিখ্যাত সিনেমা 'ডিস্কো ডান্সার' খ্যাত কিম যশপাল। একাধিক প্রথমসারির অভিনেতাদের সঙ্গে তার অভিনয় মন কেড়েছে। তবে বর্তমানে কিমকে দেখে চেনা দায়। কেমন দেখত হয়েছে মিঠুনের নায়িকাকে, দেখে নিন একনজরে।