বলিউডে করে টক্করে সামিল ঐশ্বর্য অভিষেক, সম্পত্তির দৌড়ে এগিয়ে গিয়ে কে

Published : Mar 02, 2021, 09:13 AM IST

বলিউডে পা রাখার পর থেকেই অভিষেক বচ্চনকে পড়তে হয় কড়া সমালোচনার মুখে। বাবা অমিতাভ বচ্চন ফলে প্রতি পদে পদে প্রমাণ দিতে হয় তার অভিনয়গুণ নিয়ে ও নেপোটিজমের বিপক্ষে।

PREV
110
বলিউডে করে টক্করে সামিল ঐশ্বর্য অভিষেক, সম্পত্তির দৌড়ে এগিয়ে গিয়ে কে

বিয়ের পর অভিষেক বচ্চনের ভাগ্যে সেই একই সমালোচনার ঝড় ওঠে। স্ত্রী যার ঐশ্বর্য, তা কিছু প্রশ্নের মুখে পড়তে হয়।

210

 

বাড়ে বাড়ে নিজের অভিনয় দক্ষতা কে প্রমাণ করেছেন অভিষেক বচ্চন, যদিও বাবা ও স্ত্রীর পরিচয় পেছনেই রয়ে গিয়েছে তার নাম।

310

মুখে প্রকাশ্যেই কথা স্বীকার না করলেও অভিষেক বচ্চনের কেরিয়ার গ্রাফ লিখলেন তা স্পষ্ট।

410

তার থেকে অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য। তবে কি সম্পত্তির পরিমাণ পিছিয়ে রয়েছেন তিনি। 

510

বলিউডি জুটি কার পকেটে কত কোটি, কি কাকে টিক্কা দিয়ে সম্পত্তিতে বাজিমাত করছেন বচ্চন পরিবারে।

610

অভিষেক বচ্চন এর মোট সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা। সঙ্গে রয়েছে তার টিম দামি গাড়ি। 

710

বছরে অভিষেক বচ্চনের আয় কুড়ি কোটি টাকার কাছাকাছি। এই বিষয় বর্তমানে এগিয়ে তিন্নি।

810

বর্তমানে সেভাবে ছবি করছেন না এখন ঐশ্বর্য। তার আয় বছরে দাঁড়িয়েছে 15 কোটি টাকা। 

910

সম্পত্তির পরিমাণ 258 কোটি টাকা ঐশ্বর্য রাই বচ্চনের। পাশাপাশি রয়েছে তার নামে একটি ফ্ল্যাট দামি আংটি ও গাড়ি।

1010

ফলে বোঝাই যায়, সম্পত্তির নিরিখেও অভিষেক বচ্চন বেশ কিছুটা পিছিয়ে গেলেন। এই খাতেও তাকে বেশ কয়েক গোলে হারিয়ে দিলেন ঐশ্বর্য।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories