Priyanka Chopra : তিন মাস আগেই সন্তান প্রসব, হাসপাতাল থেকে এখনই ছাড়া হবে না 'নিয়ঙ্কা'র মেয়েকে

বলিউডে ফের খুশির খবর। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে মা হলেও এখনও নিজের সন্তানকে কাছে পাবেন না নিক-প্রিয়ঙ্কা। ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হবে।
 

Riya Das | Published : Jan 22, 2022 7:07 AM IST / Updated: Jan 22 2022, 12:41 PM IST
110
Priyanka Chopra : তিন মাস আগেই সন্তান প্রসব, হাসপাতাল থেকে এখনই ছাড়া হবে না 'নিয়ঙ্কা'র মেয়েকে

বলিউডে ফের খুশির খবর। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে মা হলেও এখনও নিজের সন্তানকে কাছে পাবেন না নিক-প্রিয়ঙ্কা। ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হবে।
 

210

 বিচ্ছেদের জল্পনা, বিতর্ক এসব এখন অতীত। এবার বিচ্ছেদের জল্পনা পাকাপাকি ভাবে ইতি টানলেন (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কা(Priyanka Chopra)। সমালোচকদের মুখ বন্ধ করে মধ্যরাতই খুশির খবর দিলেন নিক ও প্রিয়ঙ্কা।

310

নিজের সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা (Priyanka Chopra)জানিয়েছেন, সারোগেসির মাধ্যমেই সন্তান এসেছে (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কার কোলে। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। প্রিয়ঙ্কার মা হওয়ার খবর শুনেই সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।

410

তবে মা হলেও এখনও নিজের সন্তানকে কাছে পাবেন না  (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হবে।
 

510

এপ্রিল মাসেই সন্তান প্রসবের কথা ছিল। কিন্তু তার ৩ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। এবং সেই কারণেই চিকিৎসকদের কাছে  হাসপাতালেই থাকতে হবে একরত্তিকে। এই মুহূর্তে  (Nick Jonas) নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) তাদের সন্তানকে বাড়িতে আনেত পারবেন না।

610

 প্রিয়ঙ্কার ঘরে এল নতুন অতিথি। সন্তানের সুখবর দিয়েই প্রিয়ঙ্কা (Priyanka Chopra) সকলকে জানিয়েছেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি যেন কোনও কৌতুহল না দেখানো হয়। সুস্থ-সুন্দর সন্তান যেন তাদের দাম্পত্যে আলো করে থাকে। এটাই আপাতত নিয়াঙ্কার ইচ্ছে। 

710

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা ফের প্রমাণ করে দিলেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। সারোগেসির মাধ্যমেই সন্তান জন্ম দিয়ে আবারও নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া। নিক-প্রিয়ঙ্কার একরত্তিকে ।

810


বেশ কিছুদিন  ধরেই  (Nick Jonas) নিক ও প্রিয়ঙ্কা (Priyanka Chopra)  তাদের নতুন অতিথিকে আনার পরিকল্পনা করছিলেন। সূত্রের খবর অতিরিক্ত ব্যস্ত জীবনযাপন তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবং প্রিয়ঙ্কার শরীরের কথা ভেবেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

910

সূত্রের খবর, যে মহিলা প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সন্তান ধারণ করেছেন, তিনি এই নিয়ে পঞ্চম বারের জন্য অন্যের হয়ে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। সেই মহিলার সঙ্গে দেখা হওয়ার পরই তারকা-দম্পত্তির তাকে পছন্দ হয়।

1010

 প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)   আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি পরিবার পরিকল্পনা করতে চান। শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। এবং অবশেষে সেই সঠিক সময় এল নিক-প্রিয়ঙ্কার জীবনে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos