'তুমি কি অন্তার্বাস পরে আছো', ছবির গানে নুসরতেকে বোল্ড পোশাকে দেখে প্রশ্ন করে উঠলেন বাবা

সোনু কে টিট্টু কি স্যুইটি ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন নুসরত ভারুচা। প্রশংসায় ভরে গিয়েছিল চারিদিক। সেই ছবির একটি গান নিয়ে খানিক মনোমালিন্যতা শুরু হয়ে গিয়েছিল বাড়িতে। ছোটে ছোটে পেগ মার, গানটিতে নুসরতকে লাল রঙের হট পোশাকে দেখা গিয়েছিল। লাল রঙের বিকিনি টপ এবং হাই থাই স্লিটেড স্কার্ট পরে যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ছিল নুসরতের। সেই গানের পোশাক নিয়ে ভ্রু কুঁচকে গিয়েছিল নুসরতের বাবার। সরাসরি প্রশ্ন করে বসেছিলেন নুসরত কি কেবল অন্তর্বাস পরে আছেন। 

Adrika Das | Published : May 19, 2020 3:48 PM IST / Updated: May 24 2020, 10:28 PM IST
110
'তুমি কি অন্তার্বাস পরে আছো', ছবির গানে নুসরতেকে বোল্ড পোশাকে দেখে প্রশ্ন করে উঠলেন বাবা

সিজলিং অবতারে তাঁকে এই গানে দেখা গিয়েছিল। লাল রঙের পোশাকে নুসরতকে এমন বোল্ড অবতারে আগে দেখা যায়নি।

210

সেই বোল্ডনেসে কীভাবে তাঁর পরিবারের সদস্যরা রিয়্যাক্ট করেছিলেন তা জানালেন নায়িকা। 
 

310

নুসরত গানটির বিষয় বাড়িতে কিছুই বলেননি। কারণ তিনি জানতেন প্রতিক্রিয়া তেমন ভাল আসবে না। 

410

গানটি দেখার পর তাঁর বাবা তাঁকে প্রশ্ন করেন, "তুমি কি ব্রা (অন্তর্বাস) পরে আছো?"
 

510

এর জবাবে নুসরত বলেন, "বাবা, ব্রা এবং ব্রালেটের মধ্যে একটা পার্থক্য আছে। যেটা আমি পরে আছি, সেটাকে ব্রালেট বলে।"

610

বাবার এই প্রশ্নের উত্তর স্মার্টলি দিলেও মনে মনে বেশ ভয়ই ছিল নুসরত। যার কারণে তিনি বাড়িতে গানটির বিষয় আগে কিছু জানাননি।

710

নুসরতের মায়ের অবশ্য গানের পোশাকের চেয়ে বেশি মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা ভাবনা বেশি।

810

তিনি এবং বাড়ির সকলেই চান নুসরত এবার সেটল করে যাক। অর্থাৎ বিয়ে ছাদনাতলায় বসে দেখতে চান নুসরতকে।

910

এবার খানিক পাকাপাকিভাবেই বললেন নুসরতকে ওনারা বিয়ের জন্য তাগিদা দিচ্ছেন। 

1010

খুব শীঘ্রই নুসরতকে বিয়ের সাজে দেখতে চলেছে ভক্তরা। এই প্রশ্নেই এখন ভরে চলেছে সোশ্যাল মিডিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos