Published : May 19, 2020, 09:18 PM ISTUpdated : May 24, 2020, 10:28 PM IST
সোনু কে টিট্টু কি স্যুইটি ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন নুসরত ভারুচা। প্রশংসায় ভরে গিয়েছিল চারিদিক। সেই ছবির একটি গান নিয়ে খানিক মনোমালিন্যতা শুরু হয়ে গিয়েছিল বাড়িতে। ছোটে ছোটে পেগ মার, গানটিতে নুসরতকে লাল রঙের হট পোশাকে দেখা গিয়েছিল। লাল রঙের বিকিনি টপ এবং হাই থাই স্লিটেড স্কার্ট পরে যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ছিল নুসরতের। সেই গানের পোশাক নিয়ে ভ্রু কুঁচকে গিয়েছিল নুসরতের বাবার। সরাসরি প্রশ্ন করে বসেছিলেন নুসরত কি কেবল অন্তর্বাস পরে আছেন।
সিজলিং অবতারে তাঁকে এই গানে দেখা গিয়েছিল। লাল রঙের পোশাকে নুসরতকে এমন বোল্ড অবতারে আগে দেখা যায়নি।
210
সেই বোল্ডনেসে কীভাবে তাঁর পরিবারের সদস্যরা রিয়্যাক্ট করেছিলেন তা জানালেন নায়িকা।
310
নুসরত গানটির বিষয় বাড়িতে কিছুই বলেননি। কারণ তিনি জানতেন প্রতিক্রিয়া তেমন ভাল আসবে না।
410
গানটি দেখার পর তাঁর বাবা তাঁকে প্রশ্ন করেন, "তুমি কি ব্রা (অন্তর্বাস) পরে আছো?"
510
এর জবাবে নুসরত বলেন, "বাবা, ব্রা এবং ব্রালেটের মধ্যে একটা পার্থক্য আছে। যেটা আমি পরে আছি, সেটাকে ব্রালেট বলে।"
610
বাবার এই প্রশ্নের উত্তর স্মার্টলি দিলেও মনে মনে বেশ ভয়ই ছিল নুসরত। যার কারণে তিনি বাড়িতে গানটির বিষয় আগে কিছু জানাননি।
710
নুসরতের মায়ের অবশ্য গানের পোশাকের চেয়ে বেশি মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা ভাবনা বেশি।
810
তিনি এবং বাড়ির সকলেই চান নুসরত এবার সেটল করে যাক। অর্থাৎ বিয়ে ছাদনাতলায় বসে দেখতে চান নুসরতকে।
910
এবার খানিক পাকাপাকিভাবেই বললেন নুসরতকে ওনারা বিয়ের জন্য তাগিদা দিচ্ছেন।
1010
খুব শীঘ্রই নুসরতকে বিয়ের সাজে দেখতে চলেছে ভক্তরা। এই প্রশ্নেই এখন ভরে চলেছে সোশ্যাল মিডিয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।