নুসরতও চুপ থাকার পাত্রী নন। যারা অভিনেত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছা প্রকাশ করেছেন, সেই নোংরা মানসিকতার লোকেদের নুসরত কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, 'সমাজের এই মানসিকতাটাই তো বদলাতে চাই। জোর গলায় বলেন, আপনারা আঙুল তুলতে থাকুন, আমি নিজের সুর চড়াব'।